রোহিতে মুগ্ধ সচিন।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভালই খেলেছেন রোহিত শর্মা। কেএল রাহুলের সঙ্গে জুটি বেঁধে শতরানের পার্টনারশিপ গড়েছিলেন। ব্যক্তিগত শতরানও হয়ে যেত। কিন্তু ৮৩ রানের মাথায় জেমস অ্যান্ডারসনের বলে ফিরে যান। তবে যে ভাবে দু'টি টেস্টেই ইংরেজ বোলারদের সামলে খেলেছেন রোহিত, তা খুশি করেছে সচিন তেন্ডুলকরকে। মাস্টার ব্লাস্টার মনে করছেন, নিজের খেলাকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছেন রোহিত।
এক সাক্ষাৎকারে সচিন বলেছেন, “ওর খেলা যতটুকু দেখেছি, তাতে বুঝেছি ওর মানসিকতায় বদল এসেছে। খেলার গতি অনুযায়ী ও নিজের মানসিকতা বদলে ফেলেছে এবং সেই ভাবেই খেলছে।”
A beautiful straight drive by Rohit Sharma. pic.twitter.com/PSU4E0kej7
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 15, 2021
সচিনের সংযোজন, “মাঠে থাকলে ও নিজেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে। প্রথম ইনিংসে রাহুল ওকে সাহায্য করেছে। পুল শটে আউট হয়েছে ঠিকই, কিন্তু ওই একই শটে বল মাঠের বাইরেও পাঠিয়েছে। বল ছেড়ে দেওয়া বা ডিফেন্স করার ক্ষেত্রেও উন্নতি হয়েছে ওর। ইংল্যান্ডে শেষ কয়েকটা ইনিংস দেখে মনে হচ্ছে, ও নিজের খেলাকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy