পরিণত ঋষভ পন্থ। ছবি: বিসিসিআই
দ্বিতীয় দিন ভারতের হয়ে শুরুটা যদি করে থাকেন রোহিত শর্মা, তা হলে শেষটা করলেন ওয়াশিংটন সুন্দর। তবে দিনের নায়ক অবশ্যই ঋষভ পন্থ। বলা ভাল পরিণত ঋষভ পন্থ। শুরু থেকেই যে ব্যাটসম্যানকে দেখা যায় মারমুখী ভূমিকায়, সেই পন্থ প্রথম ৫০ করতে নিলেন ৮২ বল। দিনের শেষে তাঁর শতরানে ভর করে ভারত ৭ উইকেট হারিয়ে করল ২৯৪ রান।
চেতেশ্বর পূজারা (১৭), বিরাট কোহালি (০), অজিঙ্ক রাহানেরা (২৭) যখন পর পর ফিরে যাচ্ছেন, একা রোহিত ক্রিজে দাঁড়িয়ে তখন খুঁজছেন একজন সঙ্গী। মধ্যাহ্নভোজের পর রোহিতকে সঙ্গ দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই যেন নেমেছিলেন পন্থ। কোনও তাড়াহুড়ো দেখা গেল না তরুণ উইকেটরক্ষকের মধ্যে। রোহিত ফিরলেন ৪৯ রানে। পরিণত পন্থ বুঝলেন সময় এসেছে দায়িত্ব নেওয়ার। প্রথমে রবিচন্দ্রন অশ্বিন এবং পরে ওয়াশিংটনকে নিয়ে জুটি গড়লেন তিনি। ওয়াশিংটনের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েছিলেন পন্থ।
প্রথম শতরান করতে যে পন্থ নিলেন ৮২ বল, তিনিই পরের ৫০ রান করলেন ৩৩ বলে। মারলেন ১৩টা চার এবং ২টি ছয়। শতরানও করেছিলেন ছয় মেরে। তবে শতরানের ছয় নয়, সমর্থকদের মনে থেকে যাবে জেমস অ্যান্ডারসনকে মারা রিভার্স সুইপ। অভিজ্ঞ ইংরেজ পেসারকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখা গেল। আইপিএলের যুগে এমন কিছু যে ঘটতে পারে, তা আন্দাজই করতে পারেননি ১৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অ্যান্ডারসন।
It's Stumps on Day 2 of the 4⃣th @Paytm #INDvENG Test! #TeamIndia 294/7, lead England by 89 runs. @RishabhPant17 1⃣0⃣1⃣@Sundarwashi5 6⃣0⃣*
— BCCI (@BCCI) March 5, 2021
Scorecard 👉 https://t.co/9KnAXjaKfb
Join us tomorrow for Day 3⃣ action! pic.twitter.com/oRbJ569oZK
ইংল্যান্ডের ২০৫ রান টপকে ৮৯ রানে এগিয়ে ভারত। ক্রিজে রয়েছেন ওয়াশিংটন (৬০ রানে অপরাজিত) এবং অক্ষর পটেল (১১ রানে অপরাজিত)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy