Advertisement
৩১ ডিসেম্বর ২০২৪
India vs England 2021

শতরান করেই আউট পন্থ, ৮৯ রানে এগিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করল ভারত

প্রথম দিন ইংল্যান্ডকে ২০৫ রানে শেষ করে দিয়েছেন অক্ষর পটেলরা। ব্যাট করতে নেমে শূন্য রানে ফিরে গিয়েছেন বিরাট কোহালি।

জুটিতে শতরান পার করলেন পন্থ এবং ওয়াশিংটন।

জুটিতে শতরান পার করলেন পন্থ এবং ওয়াশিংটন। ছবি: বিসিসিআই

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২১ ০৯:২৮
Share: Save:

দিনের খেলা শেষ। ৯৪ ওভার | ভারত ২৯৪/৭ | ইংল্যান্ডের থেকে ৮৯ রানে এগিয়ে ভারত। তৃতীয় দিন ওয়াশিংটন এবং অক্ষরের ওপর দায়িত্ব থাকবে আরও বড় লিড নেওয়ার।

৯০ ওভার | ভারত ২৯০/৭ | দ্রুত রান তোলা শুরু করতেই কিছুটা ছন্নছাড়া ইংল্যান্ডের বোলিং আক্রমণ। মারতে শুরু করেছেন অক্ষরও।

ওয়াশিংটন ৫০* | ৯৮ বলে ৫০ করলেন তিনি। ভারতের হয়ে তৃতীয় অর্ধ শতরান তাঁর। শেষ ২ ইনিংসে শূন্য করেছিলেন ওয়াশিংটন।

৮৬ ওভার | ভারত ২৬৮/৭ | শেষ ৬ ওভারে উঠল ৪৫ রান। পন্থ ফিরলেও ভারতের রানের গতি কমেনি।

উইকেট | আউট পন্থ। শতরান করেই আউট হয়ে ফিরলেন তিনি। অ্যান্ডারসনের বলেই মারতে গিয়ে ক্যাচ দিলেন রুটের হাতে।

পন্থ ১০০* | ছয় মেরে শতরান করলেন পন্থ। ১১৫ বলে শতরান করলেন তিনি। তৃতীয় টেস্ট শতরান ঋষভের। প্রথম ৫০ রান করেছিলেন ৮২ বলে, পরের ৫০ রান করতে নিলেন মাত্র ৩৩ বল।

৮৩ ওভার | ভারত ২৫২/৬ | অ্যান্ডারসনের বলে রিভার্স সুইপ মারলেন পন্থ। অবাক অভিজ্ঞ ইংরেজ পেসার। ধারাভাষ্য দিতে গিয়ে চমকে উঠলেন গাওস্করও।

জুটিতে শতরান পার করলেন পন্থ এবং ওয়াশিংটন।

৮২ ওভার | ভারত ২৪৫/৬ | শতরানের মুখে পন্থ (৮৯ রানে অপরাজিত)। মারমুখী হয়ে উঠছেন ওয়াশিংটনও (৩৮ রানে অপরাজিত)। স্টোকসের এক ওভারে ১৩ রান। দ্রুত রান তুলছে ভারত।

৮০ ওভার | ভারত ২২৩/৬ | পঞ্চাশ পূর্ণ করেই দ্রুত রান তোলার কাজে নেমে পড়লেন পন্থ। ইংল্যান্ডের রান টপকে প্রথম ইনিংসে লিড পেয়ে গিয়েছে ভারত। হাতে রয়েছে ৪ উইকেট। ওয়াশিংটনকে সঙ্গে নিয়ে ভারতের রান কতটা বাড়িয়ে নিতে পারবেন পন্থ, সেই দিকেই তাকিয়ে সমর্থকরা।

পন্থ ৫০* | ৮২ বলে ৫০ করলেন পন্থ। টেস্ট ক্রিকেটে তাঁর সপ্তম অর্ধ শতরান।

৬৫ ওভার | ভারত ১৬৬/৬ | ইংল্যান্ডের ২০৫ রান টপকাতে ভারতের ভরসা পন্থ (৪৩ রানে অপরাজিত)। সঙ্গী ওয়াশিংটন (৭ রানে অপরাজিত)।

চা বিরতি | ৬২ ওভার | ভারত ১৫৩/৬ | দ্বিতীয় সেশনেও দাপট ইংরেজ বোলারদের। ইংল্যান্ডের থেকে এখনও ৫২ রানে পিছিয়ে ভারত।

উইকেট | আউট অশ্বিন। লিচের বলে পোপের হাতে ক্যাচ দিলেন তিনি। আরও বিপদে ভারত।

৫৫ ওভার | ভারত ১৩৮/৫ | পন্থ ক্রিজে থাকলেও রানের গতি বেশ মন্থর ভারতের। ৫ উইকেট হারিয়ে যে চাপ তৈরি হয়েছে তা কাটানোর চেষ্টা করছেন পন্থ।

উইকেট | আউট রোহিত। ৪৯ রানে ফিরলেন তিনি। ঘাতক সেই স্টোকস।

৪০ ওভার | ভারত ৮৫/৪ | মধ্যাহ্নভোজের পর শুরু হল দ্বিতীয় সেশন। রোহিতের সঙ্গী হলেন পন্থ। আদানি প্রান্ত ছেড়ে রিলায়ান্স প্রান্ত থেকে বল করা শুরু করলেন অ্যান্ডারসন। এই প্রান্ত থেকে পেসাররা বেশি সুবিধা পাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

মধ্যাহ্নভোজ | ৩৭.৫ ওভার | ভারত ৮০/৪ | রোহিতই এখন ভরসা ভারতের। পূজারা, বিরাট এবং রাহানে, একে একে ফিরে গিয়েছেন সকলেই। প্রথম সেশনে ৩ উইকেট নিয়ে কিছু সুবিধা পেল ইংল্যান্ড।

উইকেট | আউট রাহানে। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে তাঁর উইকেট পেয়ে কিছু সুবিধা পেল ইংল্যান্ড। অ্যান্ডারসনের বলে স্টোকসের হাতে স্লিপে ক্যাচ দিলেন রাহানে।

৩০ ওভার | ভারত ৪৭/৩ | বড় দায়িত্ব রোহিত, রাহানের সামনে। কোহালি এখনও ছন্দ খুঁজে পেলেন না। ব্যাটিং পিচ পেয়েও ব্যর্থ হলেন তিনি। সমর্থকদের আশাপূরণ করতে পারলেন না কোহালি।

উইকেট | আউট কোহালি। স্টোকসের বলে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক। কোনও রানই করতে পারলেন না তিনি। উইকেটরক্ষক ফোকসের হাতে ক্যাচ দিলেন কোহালি।

২৫ ওভার | ভারত ৪০/২ | এই সিরিজে ৪ বার লিচের বলে আউট হলেন পূজারা। মোতেরার ব্যাটিং পিচে পূজারার কাছে সুযোগ ছিল বড় রান করার, কিন্তু তা হতে দিলেন না লিচ। রানের গতিও বেশ কম ভারতীয় দলের। ক্রিজে এসেছেন কোহালি। রোহিতকে সঙ্গে নিয়ে বড় রানের জুটি গড়তে পারেন কি না সেই দিকেই সমর্থকদের নজর।

উইকেট | আউট পূজারা। ভারতের জুটি ভাঙলেন লিচ। ইংরেজ স্পিনার এসেই তুলেনিলেন পূজারার উইকেট।

২০ ওভার | ভারত ৩৪/১ | ক্রিজে রোহিত (১৭ রানে অপরাজিত) এবং পূজারা (১৫ রানে অপরাজিত)। ৯ ওভার বল করে এখনও অবধি ৭ ওভার মেডেন দিয়েছেন অ্যান্ডারসন। ৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। অন্য দিকে স্টোকস বল করেছেন ৬ ওভার। ১০ রান দিলেও কোনও উইকেট পাননি তিনি।

১৫ ওভার | ভারত ২৭/১ | ইংল্যান্ডের হয়ে বল হাতে আক্রমণ শুরু করলেন অ্যান্ডারসন এবং স্টোকস। ধীরে সুস্থে বল দেখে খেলছেন রোহিত এবং পূজারা। ভারতের ২ অভিজ্ঞ ব্যাটসম্যান জানেন এখনও অনেক সময় বাকি ম্যাচের। ক্রিজে টিকে থাকলে বড় রানের সুযোগও আসবে। সেই চেষ্টাই করছেন তাঁরা।

শুরু দ্বিতীয় দিনের খেলা।

ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা। দ্বিতীয় দিনে এই ২ ব্যাটসম্যানের কাঁধে দায়িত্ব থাকবে ভারতকে বড় রানের লিড দেওয়ার জন্য। প্রথম দিন ইংল্যান্ডকে ২০৫ রানে শেষ করে দিয়েছেন অক্ষর পটেলরা। ব্যাট করতে নেমে শুরুতেই ভারতকে হারাতে হয়েছে শুভমন গিলকে।

এই টেস্টে জিততে হলে প্রথম ইনিংসেই লিড নেওয়া প্রয়োজন। পিচ ব্যাটিং সহায়ক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বেন স্টোকস এবং ড্যান লরেন্স সেই ইঙ্গিতও দিয়েছেন। ভারতীয় ব্যাটসম্যানদেরও রান করতে হবে। পূজারা এবং বিরাট কোহালির ব্যাটে বহু দিন শতরান দেখতে পাননি ভক্তরা। শুক্রবার সেই সুযোগ কি আসবে?

ইংল্যান্ড দল একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোয় কিছুটা দুর্বল হয়েছে তাদের বোলিং আক্রমণ। জেমস অ্যান্ডারসন ছাড়া কোনও পেসার নেই দলে। অলরাউন্ডার স্টোকসকে সেই খামতি ঢাকতে হতে পারে। তবে ২ স্পিনার জ্যাক লিচ এবং ডোম বেসকেই যে এই পিচে প্রধান দায়িত্ব নিতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের আউট করতে তা বলার অপেক্ষা রাখে না। দরকারে বল হাতে দেখা যেতে পারে গত ম্যাচে ৫ উইকেট নেওয়া জো রুটকেও।

অন্য বিষয়গুলি:

Team India Motera India vs England 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy