Advertisement
০৫ নভেম্বর ২০২৪
cricket

একটি পরিবর্তন নিশ্চিত, দেখে নিন অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে ভারতের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে নাটকীয় ভাবে জিতেছে অস্ট্রেলিয়া। বিরাট কোহালির ভারত রবিবার বিশাখাপত্তনমে হারল তিন উইকেটে। দুই ম্যাচের সিরিজে ভারত পিছিয়ে গেল ০-১ ব্যবধানে। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুতে। জরুরি এই ম্যাচে প্রথম একাদশে কারা থাকতে পারেন?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৪
Share: Save:
০১ ১২
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে নাটকীয় ভাবে জিতেছে অস্ট্রেলিয়া। বিরাট কোহালির ভারত রবিবার বিশাখাপত্তনমে হারল তিন উইকেটে। দুই ম্যাচের সিরিজে ভারত পিছিয়ে গেল ০-১ ব্যবধানে। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুতে। জরুরি এই ম্যাচে প্রথম একাদশে কারা থাকতে পারেন?

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে নাটকীয় ভাবে জিতেছে অস্ট্রেলিয়া। বিরাট কোহালির ভারত রবিবার বিশাখাপত্তনমে হারল তিন উইকেটে। দুই ম্যাচের সিরিজে ভারত পিছিয়ে গেল ০-১ ব্যবধানে। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুতে। জরুরি এই ম্যাচে প্রথম একাদশে কারা থাকতে পারেন?

০২ ১২
লোকেশ রাহুল: সুযোগ পেলেন গত ম্যাচে, হাফ সেঞ্চুরিও করেছেন। প্রথম একাদশে তিনি থাকার কথা।

লোকেশ রাহুল: সুযোগ পেলেন গত ম্যাচে, হাফ সেঞ্চুরিও করেছেন। প্রথম একাদশে তিনি থাকার কথা।

০৩ ১২
রোহিত শর্মা: রাহুলের সঙ্গে ওপেন করার কথা হিটম্যানেরই। বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ রোহিতের সামনে।

রোহিত শর্মা: রাহুলের সঙ্গে ওপেন করার কথা হিটম্যানেরই। বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ রোহিতের সামনে।

০৪ ১২
বিরাট কোহালি: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, রানমেশিন বিরাটের আগ্রাসী মানসিকতা দলকে উজ্জীবিত করার পক্ষেও গুরুত্বপূর্ণ।

বিরাট কোহালি: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, রানমেশিন বিরাটের আগ্রাসী মানসিকতা দলকে উজ্জীবিত করার পক্ষেও গুরুত্বপূর্ণ।

০৫ ১২
ঋষভ পন্থ: বেশ কিছু দিন ধরেই তিনি আলোচনার মধ্যে ছিলেন। বাঁহাতি ঋষভের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই। হাতে বিভিন্ন রকমের শট রয়েছে। গত ম্যাচেও ২৯ রান করেছেন।

ঋষভ পন্থ: বেশ কিছু দিন ধরেই তিনি আলোচনার মধ্যে ছিলেন। বাঁহাতি ঋষভের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই। হাতে বিভিন্ন রকমের শট রয়েছে। গত ম্যাচেও ২৯ রান করেছেন।

০৬ ১২
মহেন্দ্র সিংহ ধোনি: মিডল অর্ডারে ব্যাট হাতে দলের বড় ভরসা ধোনির ব্যাট। আবার, স্টাম্পের পিছনে ক্ষিপ্রতা ও অভিজ্ঞতাও দলের অতি প্রয়োজনীয়।যদিও গত ম্যাচে ধোনি তাঁর গতি নিয়ে সমালোচিত হয়েছেন।

মহেন্দ্র সিংহ ধোনি: মিডল অর্ডারে ব্যাট হাতে দলের বড় ভরসা ধোনির ব্যাট। আবার, স্টাম্পের পিছনে ক্ষিপ্রতা ও অভিজ্ঞতাও দলের অতি প্রয়োজনীয়।যদিও গত ম্যাচে ধোনি তাঁর গতি নিয়ে সমালোচিত হয়েছেন।

০৭ ১২
দীনেশ কার্তিক: টি২০তে দলের অন্যতম ভরসার ক্রিকেটার। দারুণ ম্যাচ ফিনিশার। যদিও গত ম্যাচে মাত্র ১ রান করেছেন। তবে বিশ্বকাপের দলে সুযোগ পেতে হলে এই সিরিজে ভাল কিছু করে দেখাতেই হবে।

দীনেশ কার্তিক: টি২০তে দলের অন্যতম ভরসার ক্রিকেটার। দারুণ ম্যাচ ফিনিশার। যদিও গত ম্যাচে মাত্র ১ রান করেছেন। তবে বিশ্বকাপের দলে সুযোগ পেতে হলে এই সিরিজে ভাল কিছু করে দেখাতেই হবে।

০৮ ১২
ক্রণাল পাণ্ড্য: গত ম্যাচে ভালই খেলেছেন তিনি। তাই দ্বিতীয় ম্যাচেও ক্রুণালের দলে থাকার কথা।

ক্রণাল পাণ্ড্য: গত ম্যাচে ভালই খেলেছেন তিনি। তাই দ্বিতীয় ম্যাচেও ক্রুণালের দলে থাকার কথা।

০৯ ১২
যশপ্রীত বুমরা: দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা। তিন ফরম্যাটের ক্রিকেটেই সেরাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। গত ম্যাচে পেয়েছেন ৩টি উইকেট।

যশপ্রীত বুমরা: দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা। তিন ফরম্যাটের ক্রিকেটেই সেরাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। গত ম্যাচে পেয়েছেন ৩টি উইকেট।

১০ ১২
যুজবেন্দ্র চহাল: টি২০ হোক বা ওয়ান ডে, চমক দিয়েই চলেছেন এই লেগস্পিনার। কুলদীপ না থাকায় দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে চহালের। যদিও গত ম্যাচে খুব একটা ভাল খেলতে পারেননি তিনি।

যুজবেন্দ্র চহাল: টি২০ হোক বা ওয়ান ডে, চমক দিয়েই চলেছেন এই লেগস্পিনার। কুলদীপ না থাকায় দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে চহালের। যদিও গত ম্যাচে খুব একটা ভাল খেলতে পারেননি তিনি।

১১ ১২
মায়াঙ্ক মার্কাণ্ডে: দলের এক নম্বর স্পিনার কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুযোগ পেয়েছেন ২১ বছরের এই তরুণ লেগ স্পিনারটি। গত ম্যাচে ভালই বল করেছেন তিনি। দলে থাকার কথা মায়াঙ্কের।

মায়াঙ্ক মার্কাণ্ডে: দলের এক নম্বর স্পিনার কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুযোগ পেয়েছেন ২১ বছরের এই তরুণ লেগ স্পিনারটি। গত ম্যাচে ভালই বল করেছেন তিনি। দলে থাকার কথা মায়াঙ্কের।

১২ ১২
গত ম্যাচে ডেথ ওভার বোলিং নিয়ে মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন উমেশ যাদব। তাই সিদ্ধার্থ কউলকেও তাঁর জায়গায় খেলানো হতে পারে। কারণ পেস বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র রয়েছে কউলের।

গত ম্যাচে ডেথ ওভার বোলিং নিয়ে মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন উমেশ যাদব। তাই সিদ্ধার্থ কউলকেও তাঁর জায়গায় খেলানো হতে পারে। কারণ পেস বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র রয়েছে কউলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE