India Vs Australia Twenty 20 Series 2019, 2nd T20: Probable Eleven of Indian team dgtl
cricket
একটি পরিবর্তন নিশ্চিত, দেখে নিন অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে ভারতের সম্ভাব্য একাদশ
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে নাটকীয় ভাবে জিতেছে অস্ট্রেলিয়া। বিরাট কোহালির ভারত রবিবার বিশাখাপত্তনমে হারল তিন উইকেটে। দুই ম্যাচের সিরিজে ভারত পিছিয়ে গেল ০-১ ব্যবধানে। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুতে। জরুরি এই ম্যাচে প্রথম একাদশে কারা থাকতে পারেন?
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে নাটকীয় ভাবে জিতেছে অস্ট্রেলিয়া। বিরাট কোহালির ভারত রবিবার বিশাখাপত্তনমে হারল তিন উইকেটে। দুই ম্যাচের সিরিজে ভারত পিছিয়ে গেল ০-১ ব্যবধানে। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুতে। জরুরি এই ম্যাচে প্রথম একাদশে কারা থাকতে পারেন?
০২১২
লোকেশ রাহুল: সুযোগ পেলেন গত ম্যাচে, হাফ সেঞ্চুরিও করেছেন। প্রথম একাদশে তিনি থাকার কথা।
০৩১২
রোহিত শর্মা: রাহুলের সঙ্গে ওপেন করার কথা হিটম্যানেরই। বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ রোহিতের সামনে।
০৪১২
বিরাট কোহালি: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, রানমেশিন বিরাটের আগ্রাসী মানসিকতা দলকে উজ্জীবিত করার পক্ষেও গুরুত্বপূর্ণ।
০৫১২
ঋষভ পন্থ: বেশ কিছু দিন ধরেই তিনি আলোচনার মধ্যে ছিলেন। বাঁহাতি ঋষভের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই। হাতে বিভিন্ন রকমের শট রয়েছে। গত ম্যাচেও ২৯ রান করেছেন।
০৬১২
মহেন্দ্র সিংহ ধোনি: মিডল অর্ডারে ব্যাট হাতে দলের বড় ভরসা ধোনির ব্যাট। আবার, স্টাম্পের পিছনে ক্ষিপ্রতা ও অভিজ্ঞতাও দলের অতি প্রয়োজনীয়।যদিও গত ম্যাচে ধোনি তাঁর গতি নিয়ে সমালোচিত হয়েছেন।
০৭১২
দীনেশ কার্তিক: টি২০তে দলের অন্যতম ভরসার ক্রিকেটার। দারুণ ম্যাচ ফিনিশার। যদিও গত ম্যাচে মাত্র ১ রান করেছেন। তবে বিশ্বকাপের দলে সুযোগ পেতে হলে এই সিরিজে ভাল কিছু করে দেখাতেই হবে।
০৮১২
ক্রণাল পাণ্ড্য: গত ম্যাচে ভালই খেলেছেন তিনি। তাই দ্বিতীয় ম্যাচেও ক্রুণালের দলে থাকার কথা।
০৯১২
যশপ্রীত বুমরা: দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা। তিন ফরম্যাটের ক্রিকেটেই সেরাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। গত ম্যাচে পেয়েছেন ৩টি উইকেট।
১০১২
যুজবেন্দ্র চহাল: টি২০ হোক বা ওয়ান ডে, চমক দিয়েই চলেছেন এই লেগস্পিনার। কুলদীপ না থাকায় দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে চহালের। যদিও গত ম্যাচে খুব একটা ভাল খেলতে পারেননি তিনি।
১১১২
মায়াঙ্ক মার্কাণ্ডে: দলের এক নম্বর স্পিনার কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুযোগ পেয়েছেন ২১ বছরের এই তরুণ লেগ স্পিনারটি। গত ম্যাচে ভালই বল করেছেন তিনি। দলে থাকার কথা মায়াঙ্কের।
১২১২
গত ম্যাচে ডেথ ওভার বোলিং নিয়ে মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন উমেশ যাদব। তাই সিদ্ধার্থ কউলকেও তাঁর জায়গায় খেলানো হতে পারে। কারণ পেস বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র রয়েছে কউলের।