অ্যাডিলেডে মঙ্গলবার খলিলকে বকছেন ধোনি। ছবি টুইটারের সৌজন্যে।
ক্রিকেটদুনিয়া তাঁকে চেনে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে। মাঠে মাথা ঠান্ডা রাখার জন্যই সুনাম রয়েছে তাঁর। মঙ্গলবারের অ্যাডিলেডে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য দেখা গেল ব্যতিক্রমী ছবি। ড্রিঙ্কস নিয়ে মাঠে আসা খলিল আহমেদকে রীতিমতো বকতে দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে।
ভারতীয় ইনিংসের তখন শেষের দিক। ক্রিজে ধোনির সঙ্গে রয়েছেন দীনেশ কার্তিক। এমন সময়ই জল নিয়ে মাঠে এলেন দ্বাদশ ব্যক্তি খলিল আহমেদ। কিন্তু দীনেশ কার্তিকের কাছে পৌঁছতে গিয়ে তিনি হাঁটলেন পিচের উপর দিয়ে। আর তাতেই রেগে উঠলেন এমএসডি। চেঁচিয়ে উঠলেন খলিলের দিকে তাকিয়ে। আর ধোনির এই ছবি নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলল চর্চা।
অঙ্গভঙ্গি করে খলিলকে পিচের পাশ দিয়ে আসতে বললেন ধোনি। ক্রিকে়ট মাঠে এমন রাগত ভঙ্গিতে দেখা যায় না তাঁকে। অবশ্য মাঠে তখন রীতিমতো উত্তেজনা। ২৯৯ রান তাড়া করতে গিয়ে চার উইকেট পড়ে যাওয়া ভারতীয় ইনিংসকে জয়ের লক্ষ্যে নিয়ে চলছিলেন ৩৭ বছর বয়সী ধোনি। এবং শেষ ওভারে ছয় মেরে চার বল বাকি থাকতেই জয় ছিনিয়ে আনেন ধোনি। ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। অ্যডিলেডে আগের মতোই ফেরেন ম্যাচ শেষ করে। যা ‘ফিনিশার ধোনি’র প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত হচ্ছে।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের খোঁচা ধোনি ভক্তদের
আরও পড়ুন: ‘সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করবে কোহালি’
MSD calling Khaleel Baichung Bhutia 😜 https://t.co/jDsSrUlQnV
— The Goan Patiala 7️⃣ (@TheGoanPatiala) January 15, 2019
Khaleel deserved this bashing from Dhoni. Absolutely lethargic display by Khaleel Ahmed on field. What an innings by MSD.👏🏼 #INDvAUS #AUSvIND pic.twitter.com/uQOCJxfSq6
— Ankit Bera (@Ankit_Bera) January 15, 2019
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy