দাবা অলিম্পিয়াডে ভাল শুরু ভারতের প্রতীকী চিত্র
দাবা অলিম্পিয়াডের প্রথম দিন দাপট দেখাল ভারত। পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতায় ভারতের ছ’টি দলই জিতেছে। কোনও প্রতিযোগী নিজেদের বোর্ডে পয়েন্ট নষ্ট করেননি। প্রতিটি ম্যাচ ৪-০ ব্যবধানে জিতেছে ভারত। ফলে প্রথম দিনের শেষে তালিকার শীর্ষে তারা।
পুরুষদের এ দল সহজেই হারিয়েছে জিম্বাবোয়েকে। প্রথম বোর্ডে রডওয়েল মাকাটোকে হারিয়েছেন বিদিত গুজরাতি। দ্বিতীয় বোর্ডে জিতেছেন অর্জুন এরিগাইসি। হারিয়েছেন স্পেনসার মাসাঙ্গোকে। এসএল নারায়ণন ও কে শশীকিরণ তৃতীয় ও চতুর্থ বোর্ডে নিজেদের ম্যাচ জিতেছেন।
পুরুষদের বি দল সংযুক্ত আরব আমিরশাহিকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। প্রথম বোর্ডে ডি গুকেশ হারিয়েছেন ওমরান আল হোসানিকে। দ্বিতীয় বোর্ডে নিহাল সারিন, তৃতীয় বোর্ডে বি আধিবান ও চতুর্থ বোর্ডে রৌণক সাধওয়ানি নিজেদের ম্যাচ জিতেছেন।
পুরুষদের সি দলের প্রথম বোর্ডের খেলায় দক্ষিণ সুদানের প্রতিযোগীকে হারিয়েছেন এসপি সেথুরমন। বাকি তিনটি বোর্ডে ভারতের অভিজিৎ গুপ্ত, কার্থিকেয়ন মুরলী ও অভিমন্যু পুরানিক জিতেছেন।
মহিলাদের তিনটি দলও সহজেই নিজেদের ম্যাচ জিতেছে। এ দলের হয়ে জিতেছেন কোনেরু হাম্পি, আর বৈশালী, তানিয়া সচদেব ও ভক্তি কুলকর্ণী। মহিলাদের বি দলের হয়ে বন্তিকা অগ্রবাল, সৌম্যা স্বামীনাথন, ম্যারি অ্যান গোমস ও দিব্যা দেশমুখ নিজেদের ম্যাচে জিতেছেন। মহিলাদের সি দলের হয়ে প্রথম বোর্ডে জিতেছেন ইশা কারভাদে। পরের তিনটি বোর্ডে জিতেছেন পিএন নন্দিধা, ভিএম সাহিতি ও প্রত্যুষা বোদ্দা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy