প্রথম ম্য়াচে ঘানাকে ৫-০ গোলে হারিয়েছে ভারতের মহিলা হকি দল। ফাইল চিত্র
ঘানাকে ৫-০ গোলে হারিয়ে কমনওয়েলথ অভিযান শুরু করেছে ভারতের মহিলা হকি দল। কিন্তু এই জয়ের মধ্যেই করোনা আতঙ্ক দলে। মিডফিল্ডার নভজ্যোৎ কৌরের কোভিড রিপোর্ট ‘ইনকনক্লিউসিভ’ এসেছে। অর্থাৎ, তিনি কোভিড আক্রান্ত কি না, তা এখনও স্পষ্ট নয়। তাঁকে নিভৃতবাসে রাখা হয়েছে।
ভারতীয় হকি দলের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নভজ্যোতের প্রথম কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল। কিন্তু পরের রিপোর্টে কিছুই বলা হয়নি। তাই কোনও ঝুঁকি নেওয়া হয়নি। নভজ্যোতকে নিভৃতবাসে রাখা হয়েছে। আরও এক বার তাঁর কোভিড পরীক্ষা করা হবে। সেখানে রিপোর্ট পজিটিভ এলে তাঁকে দেশে ফেরত পাঠানো হতে পারে।
ভারতের দুই মহিলা ক্রিকেটার পূজা বস্ত্রকর ও মেঘনা সিংহ এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। দু’জনেই সেরে উঠেছেন। মেঘনা ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ গিয়েছেন। ৩ অগস্ট বার্বাডোজের বিরুদ্ধে খেলার আগে দলে ফিরবেন পূজা।
কমনওয়েলথ গেমস চলাকালীন ভারতীয় ক্রীড়াবিদরা যাতে করোনার কোপে না পড়েন তার জন্য ভারতীয় অলিম্পিক্স সংস্থা প্রতিযোগীদের জানিয়েছে, যতটা সম্ভব ঘরে থাকতে। তবে তার মধ্যেই করোনা আতঙ্ক ঘিরে ধরেছে ভারতীয় ক্রীড়াবিদদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy