India Australia series: Key moments of Second day at Adelaide dgtl
Virat Kohli
জিততে পারে যে কোনও দলই, দ্বিতীয় দিনেই জমে গেল অ্যাডিলেড টেস্ট
দ্বিতীয় দিনেই জমে গেল অ্যাডিলেড টেস্ট। প্রথম ইনিংসে সাত উইকেট খুইয়ে কিছুটা হলেও ব্যাকফুটে অজিরা। এখনও প্রথম ইনিংসে ৫৯ রানে পিছিয়ে রয়েছে তারা। স্বাভাবিক ভাবেই গুরুত্বপূর্ণ হতে চলেছে তৃতীয় দিনের খেলা। তৃতীয় দিনের প্রথমার্ধে দু’দলের পারফরম্যান্সের উপরই নির্ভর করছে খেলার ভাগ্য। কী ভাবে দ্বিতীয় দিন দুই দল সমান ভাবে লড়াই চালাল, দেখে নেওয়া যাক এক ঝলকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
দ্বিতীয় দিনেই জমে গেল অ্যাডিলেড টেস্ট। প্রথম ইনিংসে সাত উইকেট খুইয়ে কিছুটা হলেও ব্যাকফুটে অজিরা। এখনও প্রথম ইনিংসে ৫৯ রানে পিছিয়ে রয়েছে তারা। স্বাভাবিক ভাবেই গুরুত্বপূর্ণ হতে চলেছে তৃতীয় দিনের খেলা। তৃতীয় দিনের প্রথমার্ধে দু’দলের পারফরম্যান্সের উপরই নির্ভর করছে খেলার ভাগ্য। কী ভাবে দ্বিতীয় দিন দুই দল সমান ভাবে লড়াই চালাল, দেখে নেওয়া যাক এক ঝলকে।
০২১০
এ দিনের প্রথম বলটা ভারতের কাছে মোটেই সুখের ছিল না। প্রথম দিনের পর আজ আর কোনও রানই যোগ করতে পারেননি মহম্মদ শামি-বুমরা। দিনের প্রথম বলেই আউট হয়ে যান শামি। প্রথম ইনিংসে ভারতের রান ২৫০।
০৩১০
তবে, লড়াইটা মুহূর্তে বিপক্ষ দলের মধ্যে ছড়িয়ে দেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় বলেই ইশান্ত শর্মার বলে বোল্ড হন অ্যারন ফিঞ্চ।
০৪১০
ধাক্কা সামলে প্রাথমিক লড়াইটা শুরু করেছিলেন দুই অজি ব্যাটসম্যান, মার্কাস হ্যারিস এবং পাক বংশোদ্ভূত উসমান খোয়াজা। দ্বিতীয় উইকেটে ৪৫ রান যোগ করেও ফেলেছিলেন তাঁরা।
এক সময় ৮৭ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটফুটে চলে যায় অস্ট্রেলিয়া। তখনই লড়াই শুরু করেন হেড এবং হ্যান্ডসকম্ব।
০৭১০
এই জুটিতে ভাঙন ধরান বুমরা। হ্যান্ডসকম্বকে ফেরত পাঠান তিনি। দ্রুত ফিরে যান অধিনায়ক টিম পেইনও।
০৮১০
ভারতীয় বোলাররা আগুন ছোটাতে শুরু করেন। ২ রানে আউট হন শন মার্শ। ১৮৮৮ সালে অস্ট্রেলিয়ার জর্জ বোনর টানা পাঁচ টেস্ট ইনিংসে দশের নীচে রান করেছিলেন। তাঁকে ছাপিয়ে গেলেন শন মার্শ। ৭, ৭, ০, ৩, ৪ ও ২ হল তাঁর টানা ছয় ইনিংস।
০৯১০
দিনের প্রায় শেষ ভাগে কমিন্সকে আউট করে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরিয়ে দেন বুমরা। এখন দেখার তৃতীয় দিন কোন দল আধিপত্য তৈরি করতে পারেন। সন্দেহ নেই এ দিনই কার্যত অনেকটা নিশ্চিত হয়ে যাবে টেস্টের ভাগ্য।
১০১০
দিনের শেষে ব্যাট করেছেন হেড এবং মিচল স্টার্ক। হেড ৬১ রানে ব্যাট করছেন।