Advertisement
০১ নভেম্বর ২০২৪
India

পাকিস্তান নিয়ে বোর্ডের দাবি এক কথায় উড়িয়ে দিল আইসিসি

পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা হোক, বোর্ডের দাবি উড়িয়ে দিল আইসিসি। ছবি: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফেসবুক পেজ থেকে।

পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা হোক, বোর্ডের দাবি উড়িয়ে দিল আইসিসি। ছবি: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফেসবুক পেজ থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ১৮:৩৪
Share: Save:

‘সন্ত্রাসবাদের মদতদাতা’ দেশের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক যেন ছিন্ন করা হয়। এমনই দাবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই-এর এ হেন দাবি নস্যাৎ করে দিল আইসিসি।

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরে ভারত-পাক সম্পর্কের অবনতি ঘটে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের আঁচ এসে পড়ে ক্রিকেটমাঠেও।

বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত কি না, তা নিয়ে দ্বিধাবিভক্ত ছিল ক্রিকেটমহল। দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংহের মতো ক্রিকেটব্যক্তিত্ব বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পক্ষে সায় দেননি।

আরও পড়ুন: উচ্ছ্বসিত সচিনদের অভিনন্দন

আরও পড়ুন: নিরাপত্তা নিয়ে বোর্ডের প্রশ্ন, আশ্বাস আইসিসি-র

অন্যদিকে সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কররা আবার খেলার পক্ষে সায় দেন। উদ্ভুত পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।

সম্প্রতি বোর্ডের তরফে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে ই মেলে-র মাধ্যমে আবেদন জানানো হয়েছিল, ‘সন্ত্রাসবাদের আঁতুরঘর’দেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক যেন ছিন্ন করা হয়। সেই আবেদনই নাকচ করে দিয়েছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলরের চেয়ারম্যান শশাঙ্ক মনোহর জানিয়ে দেন, ক্রিকেট খেলিয়ে কোনও দেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার নিয়ম আইসিসি-র সংবিধানে নেই। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে সংশ্লিষ্ট দেশের সরকার।

অন্য বিষয়গুলি:

BCCI ICC Cricket India Pakistan Terrorism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE