ডন ব্র্যাডম্যান। -ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার রডনি হগ উসকে দিলেন নতুন বিতর্ক। এই যুগে ক্রিকেট খেললে নাকি বিশ্বের সেরা গড়ে পৌঁছতে পারতেন না ডন ব্র্যাডম্যান। তিনি বলেন, ‘‘আমি জানি এটা অসম্মানের। কিন্তু স্ট্যাটিসটিক্স দেখে আমার মনে হল আজকের যুগে খেললে ব্র্যাডম্যান এতটা সফল হত না। যতটা ওই সময় হয়েছে। ১৯২০ থেকে ১৯৫০এর মধ্যে ব্যাট করা অনেক সহজ ছিল আজকের থেকে।’’ হগের মতে, স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান খাম খেয়ালি ছিলেন, কিন্তু ৯৯ গড় আজকের যুগে তাঁর হত না।
আরও খবর: ৩০০ রান! টি-টোয়েন্টিতে নয়া নজির দিল্লি ব্যাটসম্যানের
ডন ব্র্যাডম্যানের খেলার দৃশ্য। ছবি: সংগৃহীত।
হগ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ৭০-৮০তে। তিনি বলেন, ‘‘ইংল্যান্ডের বর্তমান সময়ের ব্যাটিং গড় কিন্তু খুব ইন্টারেস্টিং। গ্রাহাম গুচ ৪২, ডেবিড গাওয়ার ৪৩, অ্যালান ল্যাম্ব ৪০, জিওফ্রে বয়কট ৪৭, কেভিন পিটারসেন ৪৭। ১৯২০ থেকে ১৯৫০এর সময়ে ফিরে গেলে দেখা যাবে, ওয়াল্টার হ্যামন্ড ৫৮, হার্বার্ট সুটক্লিফ ৬০, লেন হাটন ৫৬ ও জ্যাক হবস ৫৬। বর্তমান প্লেয়ারদের থেকে গড়ে ১০এ এগিয়ে সেই সময়ের প্লেয়াররা।’’ এভাবেই হিসেব দিয়ে বুঝিয়েছেন হগ। কিন্তু হঠাৎ কেন এই হিসেব দিলেন সেটা বোঝা যায়নি। যদিও তাঁর এই মন্তব্যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তিনি আরও বলেন, ‘‘এই হিসেবই বলে দিচ্ছে আজকে থাকলে ৯৯.৯৪ গড়ের ধারে কাছেও পৌঁছতে পারত না ব্র্যাডম্যান।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy