ভারতীয় দলের জার্সি গায়ে খেলবে ব্যান্ডেলের অভিজিৎ সরকার।
তিন মাস পরেই দেশের মাটিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেখানে ভারতীয় দলের জার্সি গায়ে খেলবে ব্যান্ডেলের হেমন্ত বসু কলোনির অভিজিৎ সরকার।
রবিবার বিকেলে কেওটার বাড়ি থেকে ফোনে আবেগ জড়ানো গলায় অভিজিৎ বলছিল, ‘‘বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে খেলতে নামব ভাবলেই উত্তেজিত লাগছে। ঈশ্বরের আশীর্বাদ এবং ভাগ্য সহায় না থাকলে এই সুযোগ আসত না।’’
মাদ্রিদের প্রস্তুতি শিবির থেকে আবুধাবি, দিল্লি হয়ে রবিবার সকালেই কলকাতায় ফিরেছে অভিজিৎ। তার সঙ্গেই এ দিন ফিরল অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলে থাকা বাংলার আরও তিন সদস্য—ইছাপুরের রহিম আলি, বালিগঞ্জের জিতেন্দ্র সরকার এবং সোনারপুরের তমাল নস্কর।
মে মাসে ইতালির দ্বিতীয় সারির অনূর্ধ্ব-১৭ দলকে জোড়া গোলে হারিয়েছিল ভারত। যার মধ্যে একটি গোল করেছিল আক্রমণাত্মক মিডফিল্ডার অভিজিৎ। পর্তুগাল, ফ্রান্স, ইতালি, হাঙ্গেরি ও স্পেনের বিভিন্ন বয়সভিত্তিক দলের বিরুদ্ধে সব মিলিয়ে ১৮ ম্যাচে ৯ গোল করেছে সে। অভিজিৎ বলছে, ‘‘আমাদের নতুন কোচ লুইস নর্টন দ্য মাতোস স্যার শিখিয়েছেন মাটিতে বল রেখে টাচ ফুটবল খেলা। খুব মানসিক জোর দিয়েছেন। আমাদের দলের প্রত্যেক সদস্য এখন বিশ্বাস করে, বিশ্বকাপে প্রথম খেলতে নামলেও আমরা নক-আউট পর্বে যেতেই পারি।’’
পাশাপাশি মন খারাপের কারণও জানাল অভিজিৎ। বলছে, ‘‘ভারতীয় দল সব ম্যাচ দিল্লিতে খেলবে। তাই পাড়ার বন্ধুরা খেলা দেখতে যেতে পারবে না। কলকাতায় খেলা হলে মা যুবভারতীতে বসে আমার খেলা দেখতে পারতেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy