Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কানাডা ম্যাচই পাখির চোখ এখন হরেন্দ্রের ভারতের

হকির জাদুকর ধ্যানচাঁদের ৩৯তম মৃত্যুবার্ষিকি ছিল সোমবার। ২২ বছরের খেলোয়াড় জীবনে চারশোরও বেশি গোল করা কিংবদন্তির প্রয়াণদিবসে তাঁর উত্তরসূরিদের সামনে এখন একটাই লক্ষ্য শনিবার হকি বিশ্বকাপ জেতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ওঠা। যে জন্য গ্রুপ পর্যায়ে শীর্ষে শেষ করতেই হবে ভারতকে।

প্রত্যয়ী: শেষ আটে ওঠার লক্ষ্যে আত্মবিশ্বাসী হরেন্দ্র। ফাইল চিত্র

প্রত্যয়ী: শেষ আটে ওঠার লক্ষ্যে আত্মবিশ্বাসী হরেন্দ্র। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০৪:৪২
Share: Save:

হকির জাদুকর ধ্যানচাঁদের ৩৯তম মৃত্যুবার্ষিকি ছিল সোমবার। ২২ বছরের খেলোয়াড় জীবনে চারশোরও বেশি গোল করা কিংবদন্তির প্রয়াণদিবসে তাঁর উত্তরসূরিদের সামনে এখন একটাই লক্ষ্য শনিবার হকি বিশ্বকাপ জেতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ওঠা। যে জন্য গ্রুপ পর্যায়ে শীর্ষে শেষ করতেই হবে ভারতকে।

সোমবার আর্জেন্তিনা ৩-০ গোলে নিউজিল্যান্ডকে হারানোয় সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গেল তাদের। আর্জেন্তিনার গোলদাতা আগাস্টিন মাজিলি (২৩), লুকাস ভিয়া (৪১) এবং লুকাস মার্তিনেজ (৫৫)। দুই ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ৬। নিউজিল্যান্ডকে খেলতে হবে এ বার ক্রসওভারে। কারণ তাদের পয়েন্ট দুই ম্যাচে তিন। এ দিনের অন্য ম্যাচে স্পেন এবং ফ্রান্স ১-১ ড্র করেছে। ফলে স্পেন তৃতীয় ও ফ্রান্স চতুর্থ

স্থানে রয়েছে।

দুই ম্যাচ পরে ভারত এবং বেলজিয়ামের পয়েন্টও একই। ৪। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় ভারত শীর্ষে রয়েছে। তাই শনিবার গ্রুপের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে ভারতকে জিততেই হবে শীর্ষে থাকতে হলে। তবে শেষ ম্যাচ যদি বেলজিয়ামও জিতে যায় তা হলে গোলপার্থক্যেও এগিয়ে থাকতে হবে ভারতকে। না হলে খেলতে হবে ক্রসওভার পর্বে। রবিবার ম্যাচের পরেই ভারতের কোচ হরেন্দ্র সিংহ বলে দিয়েছিলেন তাদের ফোকাস এখন একটাই, যে করে হোক পরের ম্যাচটা জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করা। ভারতীয় কোচ দলকে একাত্ম করার চেষ্টা কম করছেন না। তার জন্য নানা পদ্ধতিও নিচ্ছেন তিনি। যেমন বেলজিয়াম ম্যাচের আগের দিন ভারতীয় দলকে সারাক্ষণ নিজের একটা এবং রুমমেটের একটা জুতো পরে কাটাতে হয়েছে। তেমনই তার আগের দিন জল খেতে গিয়ে গ্লাস বা বোতল তুলতে গেলে দু’হাত ব্যবহার করতে হয়েছে। কোনও দিন আবার কথা বলতে হয়েছে শুধু

ইশারার মাধ্যমে। বাইরে থেকে দেখলে যেগুলো অদ্ভুত মনে হলেও হরেন্দ্র তার ব্যাখ্যায় বলেছেন, ‘‘স্টেডিয়ামে দর্শকদের চিৎকারের মধ্যে ইশারার মাধ্যমে কথা বলতে সুবিধে হয়। দু’হাত ব্যবহার করতে গিয়ে ভারসাম্য রাখার ব্যাপারে আরও সচেতন হওয়া যায়। সবচেয়ে বড় কথা এগুলো এক জন খেলোয়াড়কে সতর্ক করে তোলে।’’

শুধু ভারতীয় সমর্থকেরাই নয়, ফাইনালে সিমরনজিৎদের দেখতে চায় পাকিস্তান দলের ম্যানেজার হাসান সর্দারও। সোমবার ভুবনেশ্বরে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিল পাকিস্তান দল। সেখানে কিংবদন্তি প্রাক্তন পাক খেলোয়াড় বলেছেন, তাঁরা ভারতে আসার পরে আতিথেয়তায় মুগ্ধ। পাশাপাশি তাঁর আশা এ বারের হকি বিশ্বকাপের ফাইনালে লড়াই হবে ভারত

বনাম পাকিস্তানের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE