গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।
টেস্ট ক্রিকেটে গোলাপি বলে একটুও সমর্থন নেই প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীরের। বরং টি২০তে এই পরীক্ষা-নিরিক্ষা চালানো যেতে পারে বলে মনে করেন তিনি। বুধবার দলীপ ট্রফি জিতে পরিষ্কার জানিয়ে দিলেন, ‘‘আমি প্রথাগত বিষয়ে বিশ্বাসী। আমি লাল বলে খেলতে ভালবাসি। টেস্ট দিনেই পছন্দ। পরীক্ষা-নিরিক্ষাটা শুধু টি২০তেই করা উচিত। আমার পুরনো ধারার ক্রিকেটই পছন্দ।’’
টেস্ট ম্যাচ লাল বলেই পছন্দ গম্ভীরের। গম্ভীর বলেন, ‘‘পাঁচ দিনের ম্যাচ অবশ্যই লাল বলে খেলা উচিত। কারণ না হলে টেস্ট খেলছি মনে হয় না।’’ দলীপে দারুণ ব্যাট করেও জাতীয় দলে সুযোগ আসেনি। দলীপ ট্রফিতে গৌতম গম্ভীরের রান ৩৫৬। গড় ৭১.২০। তবুও গোলাপি বলে আপত্তি তাঁর। তিনি আরও বলেন, ‘‘আমি চেতেশ্বর পূজারার সঙ্গে একমত। ও যেটা পুরস্কার নেওয়ার সময় বলল, লাইটে খেলার ধরনটাই বদলে যায়। খেলার গতির সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। সব থেকে বেশি সমস্যা স্পিনারদের যাঁরা কব্জি দিয়ে বল করে আর গুগলি বোলারদেরও সমস্যার মুখে পড়তে হয়।’’
আরও খবর
দলীপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া ব্লু
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy