Advertisement
০২ নভেম্বর ২০২৪
Sports News

রঞ্জি ট্রফিতে দিল্লির অধিনায়কত্ব করবেন না গম্ভীর

শুক্রবার সকালে ডিডিসিএকে চিঠি দিয়ে অধিনায়কত্ব না নেওয়ার কথা জানিয়ে দেন গম্ভীর। তিনি লেখেন, তিনি নিজের খেলায় মনোযোগ দিতে চান। যে কারণে অধিনায়কত্বের চাপ নিয়ে চাইছেন না। গত মরসুমে কোচ ভাস্কর পিল্লাইয়ের সঙ্গে ঝামেলার জেড়ে গম্ভীরকে চার ম্যাচ নির্বাসিতও হতে হয়েছিল।

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭ ২২:৩১
Share: Save:

গত মরসুমের বদলাটা নিয়েই নিলেন গৌতম গম্ভীর। গতবার মরসুমের শেষের দিকে গম্ভীরকে সরিয়ে ঋষভ পন্থের মতো একজন নবাগতর হাতে তুলে দেওয়া হয়েছিল দিল্লির অধিনায়কত্ব। যা মেনে নিতে পারেননি এই ওপেনার। এই মরসুমে তাই অধিনায়কত্ব দিতে চাইলেও তা নিতে চাননি তিনি। শুক্রবার এই মরসুমের রঞ্জি ট্রফির দল নির্বাচনে বসেছিলেন দিল্লি দলের নির্বাচকরা। সেই তালিকায় ছিলেন অতুল ওয়াসন, বারি গিদওয়ানি ও রবিন সিংহ। গম্ভীর দায়িত্ব নিতে না চাইলে এই মরসুমে দিল্লির দায়িত্ব তুলে দেওয়া হয় ইশান্ত শর্মার উপর।

আরও পড়ুন

‘তুঝে জ্যায়সা ভি লগতা হ্যায় উও ডাল’

কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট

শুক্রবার সকালে ডিডিসিএকে চিঠি দিয়ে অধিনায়কত্ব না নেওয়ার কথা জানিয়ে দেন গম্ভীর। তিনি লেখেন, তিনি নিজের খেলায় মনোযোগ দিতে চান। যে কারণে অধিনায়কত্বের চাপ নিয়ে চাইছেন না। গত মরসুমে কোচ ভাস্কর পিল্লাইয়ের সঙ্গে ঝামেলার জেড়ে গম্ভীরকে চার ম্যাচ নির্বাসিতও হতে হয়েছিল। খুব খারাপ ফল হলেও সেই কোচকেই রেখে দিয়েছে ডিডিসিএ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE