ক্রিকেট কেরিয়ারে নতুন কীর্তি গেলের। ফাইল ছবি।
ক্রিস গেলের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে যুক্ত হল নতুন পালক। শাহিদ আফ্রিদির সঙ্গে যুগ্ম ভাবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে গেল পাঁচ ছয় মেরে স্পর্শ করলেন পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে। দু’জনেরই ছক্কার সংখ্যা ৪৭৬।
৪৭৬ ছক্কা মারতে গেল নিয়েছেন ৪৪৩ ম্যাচ। আফ্রিদির সেখানে লেগেছে ৫২৪ ম্যাচ। সেই হিসেবে গেল ৮১ ম্যাচ কম খেলেছেন। তবে আফ্রিদির থেকে পাঁচটি ইনিংস বেশি খেলেছেন। ৩৮ বছর বয়সী বাঁ-হাতি বিস্ফোরক ব্যাটসম্যান এর পর বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবেন। ফলে, আফ্রিদিকে টপকে যাওয়ার সোনার সুযোগ রয়েছে তাঁর সামনে।
পরিসংখ্যান জানাচ্ছে, আফ্রিদির ৪৭৬ ছয়ের মধ্যে ৩৫১ এসেছে ওয়ানডে ক্রিকেটে। টি-টোয়েন্টিতে এসেছে ৭৩টি, টেস্টে এসেছে ৫২টি। অন্যদিকে, গেলের একদিনের ক্রিকেটে রয়েছে ২৭৫ ছয়, টি-টোয়েন্টিতে রয়েছে ১০৩ ছয় আর টেস্টে রয়েছে ৯৮ ছয়।
আফ্রিদির থেকে কম ম্যাচে ৪৭৬ ছয় মেরেছেন গেল। ছবি: এএফপি।
বাংলাদেশের বিরুদ্ধে এই ইনিংসে ৬৬ বলে গেল করলেন ৭৩। পাঁচ ছয় ছাড়াও মারলেন ছয় বাউন্ডারি। তবে তা কাজে এল না। বাংলাদেশ প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ১০৩ রানের সুবাদে ছয় উইকেট হারিয়ে তুলেছিল ৩০১। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে থেমে গেল ২৮৩ রানে। বাংলাদেশ জিতল ১৮ রানে। মাশরাফি মোর্তাজার দল একইসঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল ২-১ ফলে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ৫০৪ ম্যাচে ৩৪২ ছয় মারা মহেন্দ্র সিংহ ধোনি রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয় মারার তালিকায় পাঁচে।
আরও পড়ুন : ইমনের সঙ্গে জুটি বেঁধে লক্ষ্মীরতনের মিউজিক ভিডিয়ো
আরও পড়ুন : দেশের জার্সিতে ফিরছেন কপিল দেব
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy