Advertisement
০৩ নভেম্বর ২০২৪

রবিন, রাসেলের প্রশংসায় গম্ভীর, হতাশ নন জাহির

আমরা সকলেই খুব পেশাদার। রাসলে আজকে সকালেই কলকাতায় এসেছে। কিন্তু ও যেভাবে বল করেছে সেটা প্রশংসার যোগ্য। ও একজন প্রতিভাবন প্লেয়ার। যখনই আমরা দিল্লিকে ৯৮ রানে আটকে দিলাম তখনই আমাদের আধা কাজ হয়ে গিয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০০:০৫
Share: Save:

ম্যাচ শেষে কে কী বললেন দেখে নেওয়া যাক এক ঝলকে:

গৌতম গম্ভীর (কলকাতা অধিনায়ক): আমরা সকলেই খুব পেশাদার। রাসলে আজকে সকালেই কলকাতায় এসেছে। কিন্তু ও যেভাবে বল করেছে সেটা প্রশংসার যোগ্য। ও একজন প্রতিভাবন প্লেয়ার। যখনই আমরা দিল্লিকে ৯৮ রানে আটকে দিলাম তখনই আমাদের আধা কাজ হয়ে গিয়েছিল। এরকম উইকেটে আমরা খেলে অভ্যস্ত নই সেকারণেই প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। চেস করতে নেমে একজনকে ব্যাটিং ধরে রাখতেই হত। এটাই পেশাদার দলের কাজ। আর এটা আমারই দায়িত্ব ছিল। রবিন অসাধারণ শুরু করে দিয়ে গিয়েছিল। আমরা সকলে মিলেই সাফল্যটা পেয়েছি। আমরা খুশি সে যেমন পিচেই খেলা হোক না কেন।

জাহির খান (দিল্লি অধিনায়ক): আমরা প্রতিদিনই শিখি। আমি বল সুইং করার চেষ্টা করেছি। আমি অনেকদিন বাদে খেলছি। আমাদের ফাস্ট বোলাররা যে এফোর্ট দিয়েছে তা দেখে আমি খুশি। সব দলেরই একটা খারাপ ম্যাচ জেতেই পারে। আশা করি এটা ভুলে আমরা এগিয়ে যেতে পারব। আমরা আমাদের ইয়ং ব্যাটিং লাইন আপকে স্বাধীনতা দিতে চেয়েছিলাম। ওরা শিখে যাবে তাড়াতাড়ি। ওদের উদ্যমও অনেক বেশি। আমরা আমাদের প্রস্তুতি আর খেলা নিয়ে সন্তুষ্ট। আমরা প্লেয়ারদের মাঠে স্বাধীনতা দিতে চাই।

আন্দ্রে রাসেল (ম্যাচের সেরা): আমাদের যেকোনও মাঠের পরিস্থিতিতে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। এখান থেকেই তৈরি হবে পেশাদারিত্ব। এই উইকেট অতটা ফাস্টও নয় আবার তেমন স্লোও নয়। আমি যদি এই সারফেসে ব্যাট করার সুযোগ পেতাম তাহলে মাঠে নেমে ধ্বংসাত্মক ব্যাটিংই করতাম। যদি সব কিছু তোমার পক্ষে চলে তাহলে নিজের মতো পরীক্ষা চালানো যায়। আমার মনে উইকেটে অত স্পিন ছিল না। কিন্তু ব্র্যাড হগ ও পিযুষ চাওলাকে ধন্যবাদ দেব। আর অধিনায়ক ও উথাপ্পাও দারুণ করেছে।

আরও খবর

আইপিএল: শুরুতেই দিল্লিকে গুঁড়িয়ে দিয়ে উড়িয়ে দিল কলকাতা

অন্য বিষয়গুলি:

Goutam Gambhir Zaheer Khan ipl 2016 Andre Russel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE