Advertisement
০৩ নভেম্বর ২০২৪
tottenham hotspur

Jimmy Greaves: ইংল্যান্ডের ১৯৬৬-র বিশ্বকাপজয়ী দলের ফুটবলার প্রয়াত

প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার জিমি গ্রিভস। রবিবার টুইটারে তাঁর প্রয়াণের খবর জানিয়েছে টটেনহ্যাম হটস্পার। ৮১ বছর বয়সে প্রয়াত হলেন গ্রিভস।

জিমি গ্রিভস।

জিমি গ্রিভস। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৩
Share: Save:

প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার জিমি গ্রিভস। রবিবার টুইটারে তাঁর প্রয়াণের খবর জানিয়েছে টটেনহ্যাম হটস্পার। ৮১ বছর বয়সে প্রয়াত হলেন গ্রিভস। তাঁর মৃত্যুর খবরে শোকের আবহ ইংল্যান্ডের ফুটবলে।

দেশের সোনার প্রজন্মের সদস্য ছিলেন গ্রিভস। ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। দেশের হয়ে ৫৭টি ম্যাচে ৪৪টি গোল করেছেন। পাশাপাশি ক্লাব পর্যায়ে টটেনহ্যাম এবং চেলসিতে চুটিয়ে খেলেছেন। এখনও পর্যন্ত টটেনহ্যামের সর্বোচ্চ গোলদাতা তিনি। ৩৭৯টি ম্যাচে ২৬৬ গোল করেছেন তাদের হয়ে। এর মধ্যে ১৯৬২-৬৩ মরসুমে ৩৭টি গোল করেন, যা ক্লাবের অন্য কোনও ফুটবলার এখনও পর্যন্ত করে দেখাতে পারেননি। টটেনহ্যামের হয়ে এক মরসুমে সেটিই কোনও ফুটবলারের সর্বোচ্চ গোল।

রবিবার তাঁর মৃত্যুর খবর জানিয়ে টটেনহ্যাম লিখেছে, ‘জিমি গ্রিভসের প্রয়াণের খবরে আমরা প্রত্যেকে ব্যথিত। তিনি শুধু টটেনহ্যামের হয়ে সর্বোচ্চ গোলদাতাই ছিলেন না, দেশের অন্যতম সেরা গোলদাতা ছিলেন। রবিবার সকালে ৮১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে।’

ইংল্যান্ডের মধ্যে টটেনহ্যাম এবং চেলসি বাদে গ্রিভস কিছুটা সময় খেলেছেন ওয়েস্ট হ্যামেও। দেশের বাইরে এসি মিলানের হয়ে খেলেছেন। তবে নিজের ফুটবলজীবনের সোনার সময় কাটিয়েছেন টটেনহ্যামের হয়েই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE