রয় কৃষ্ণ ফাইল চিত্র
বুধবার এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে এফসি নাসাফ-এর মুখোমুখি হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী রয় কৃষ্ণ। দলে আসছেন ইউরো কাপে খেলা জনি কাউকো। খেলতে দেখা যেতে পারে প্রবীর দাসকেও। বুধবারের ম্যাচের আগে তাই চনমনে এটিকে মোহনবাগান শিবির। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন এটিকে মোহনবাগান স্ট্রাইকার কৃষ্ণ।
প্রশ্ন: নাসাফের বিরুদ্ধে খেলতে নামার আগে কতটা আত্মবিশ্বাসী আপনি?
কৃষ্ণ: এটা খুব সহজ ম্যাচ হবে না, সেটা জেনেই আমরা প্রস্তুতি নিচ্ছি। ফাইনালে উঠতে গেলে এই ম্যাচে জিততে হবে। দলকে ফাইনালে তুলতে পারলে আমার জন্য খুব বড় সাফল্য হবে। ওদের ঘরের মাঠে খেলা হলেও আমি জেতার ব্যাপারে আশাবাদী। উজবেকিস্তানে লিগ শুরু হয়ে গিয়েছে। নাসাফে বেশ কিছু ভাল মানের বিদেশি ফুটবলার রয়েছে। আমরাও বেশ কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। তাই আশা করি আমরাও ১০০ শতাংশ দিতে পারব।
প্রশ্ন: বারেবারে গোল করার জন্য আপনার দিকেই তাকিয়ে থাকে এটিকে মোহনবাগান। এই চাপ কী ভাবে সামলান আপনি?
কৃষ্ণ: আমি সব সময় দলকে সাহায্য করার চেষ্টা করি। গোল করার সুযোগ পেলে নিজেই করার চেষ্টা করি, নয়ত পাস বাড়িয়ে দিই সতীর্থদের জন্য। এটাই করে যাব। দরকারে ডিফেন্সে নেমে এসে দলকে সাহায্যও করি। দলের জয়টাই শেষ কথা।
প্রশ্ন: গ্রুপের ম্যাচগুলি থেকে কী শিক্ষা পেলেন?
কৃষ্ণ: একটাই জিনিস ভাল ভাবে শিখেছি। তা হল কোনও দলকে ছোট করে দেখার জায়গা নেই। প্রত্যেকটি দলই প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। ফলে কোনও দলকেই ছোট করে দেখার মানে নেই। মলদ্বীপে মাত্র দু’সপ্তাহ গোটা দল একসঙ্গে থাকার সুযোগ পেয়েছিলাম। তবে এ বার বেশ কিছু দিন সুযোগ পেয়ে নিজেদের ফিট রাখার চেষ্টা করছি।
প্রশ্ন: এ বারের দলে কিছু পরিবর্তন হয়েছে। আক্রমণে বৈচিত্র বেড়েছে। সেটা কি এগিয়ে রাখবে এটিকে মোহনবাগানকে?
কৃষ্ণ: আমার মনে হয় এটা খুব সাহায্য করবে। বিপক্ষ আমাদের খেলার ধরন বোঝার চেষ্টা করবে। তারা নিশ্চয়ই আমাদের খেলা পর্যালোচনা করেই খেলতে নামবে। তাই মাঠে আমরা রণকৌশল যদি একটু বদলে নিতে পারি, তবে সাফল্য আসবে।
প্রশ্ন: আপনাকে আটকাতে বিপক্ষের ডিফেন্ডাররা কড়া নজরে রাখবে। কী ভাবে এই পরিস্থিতি আপনি মোকাবিলা করেন?
কৃষ্ণ: সব দলই এই কাজ করবে। তবে আমাদেরও নির্দিষ্ট রণনীতি থাকে। সেই অনুযায়ী আমরা খেলি। এবারেও আমরা সে রকমই খেলব। আশা রাখি আমাদের ডিফেন্ডার, মিডফিল্ডাররা গোল করতে সাহায্য করবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy