Advertisement
০৬ নভেম্বর ২০২৪

সহকারীকে সঙ্গে নিয়ে নিঃশব্দে ক্লাবে মর্গ্যান

সোমবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ট্রেভর জেমস মর্গ্যান। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের লাল-হলুদ ক্লাব তাঁবুতে হাজির ব্রিটিশ কোচ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ০৪:০৮
Share: Save:

সোমবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ট্রেভর জেমস মর্গ্যান। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের লাল-হলুদ ক্লাব তাঁবুতে হাজির ব্রিটিশ কোচ।

মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ সদ্য বরখাস্ত সহকারী ওয়ারেন হ্যাকেট-কে নিয়ে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে ক্লাবে পৌঁছন মর্গ্যান। কোনও শীর্ষ কর্তাও ছিলেন না সেই সময়। দ্রুত প্রয়োজনীয় কাগজপত্রে সই করে নিজের বুট ও স্টপওয়াচ নিয়ে বেরিয়ে যান ব্রিটিশ কোচ। মর্গ্যান অতীত হওয়ার সঙ্গে সঙ্গেই লাল-হলুদ শিবিরে শুরু হয়েছে ফুটবলারদের মানসিক ভাবে উজ্জীবিত করার চেষ্টা। এ দিন সকালে ড্রেসিংরুমে ওয়েডসন আনসেলমে, উইলিস প্লাজা-দের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন তিন তারকা মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায় ও তুষার রক্ষিত। তার পরে নামেন মাঠে। অনুশীলন শেষ হওয়ার পরে ক্লাবে আসেন নবনিযুক্ত কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়।

ফুটবলারদের সঙ্গে পরিচয় সেরে সন্তোষ ট্রফিজয়ী কোচ জানালেন, আজ, বুধবার থেকে অনুশীলন শুরু করবেন। বললেন, ‘‘আমার লক্ষ্য দলকে জয়ে ফিরিয়ে আনা।’’

অন্য বিষয়গুলি:

East Bengal Trevor Morgan Former coach Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE