ফুটবলে দলবদল শুরু হল শিলিগুড়িতে। শনিবার ৫১১ জন ফুটবলার শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের প্রথম ডিভিশন এবং সুপার ডিভিশনের লিগের বিভিন্ন দলে সই করেন। তার মধ্যে আইএফএ’র নথিভুক্ত ফুটবলারও রয়েছেন সাত জন। দু’দিনের এই দলবদলের প্রথম দিন মহানন্দা স্পোর্টিং, বাঘা যতীন ক্লাব, রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সমিতির মতো ক্লাবগুলো ভাল ফুটবলারদের সই করাতে পেরেছে।
মহকুমা ক্রীড়া পরিষদ সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণের হয়ে এ দিন সই করেছেন সন্তোষ ট্রফির ফুটবলার সান্নিক মুর্মু। তা ছাড়া সই করেছেন অমিতাভ গঙ্গোপাধ্যায়, কৌশিক চক্রবর্তী, বরুণ ওঁরাও। সান্নিক স্ট্রাইকারে খেলেন। কৌশিক গোলকিপার। সকলেই আইএফএ নথিভুক্ত। মহানন্দায় সই করেছেন আইএফএ নথিভুক্ত ফুটবলার শুভঙ্কর চট্টোপাধ্যায়। আইএফএ নথিভুক্ত প্রতীক লামা সই করেছেন শিলিগুড়ি উল্কা দলে। দু’জনেই স্ট্রাইকার। বিবেকানন্দ ক্লাব সই করিয়েছে আইএফএ নথিভুক্ত ডিফেন্ডার সোনা সর্দারকে। মহানন্দায় সই করেছেন বিভাস রানা, প্রশান্ত রায়, সিদ্ধান্ত ছেত্রীর মতো স্থানীয় গুরুত্বপূর্ণ ফুটবলাররা। গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল মহানন্দা স্পোর্টিং ক্লাব। নগেন তামাঙ্গ, নাদং ভূটিয়ারা এ দিন সই করেছেন বাঘাযতীন ক্লাবে। তা ছাড়া খুমেশ মঙ্গরের মতো ফুটবলারকেও সই করিয়েছে বাঘা যতীন ক্লাব।
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ফুটবল সচিব মানস দে জানান, নিয়ম অনুযায়ী প্রতিটি দলে অন্তত ৩ জন ভূমিপুত্র ফুটবলার রাখতেই হবে। আইএফএ নথিভুক্ত ফুটবলার ৬ জনকে কোনও দল সই করাতে পারে। কিন্তু খেলাতে পারবে চার জনকে। আইএফএ নথিভুক্ত ফুটবলাররা যে কোনও একটি জেলা দলেই খেলবে। আজ, রবিবার দলবদলের শেষ দিন। বেলা ৩টা থেকে ৬ টা পর্যন্ত শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদে দলবদলের সই হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy