Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Messi-Mbappe-Ronaldo

মার্চের শেষ সপ্তাহে মাঠে নামছেন মেসি, এমবাপে, রোনাল্ডো! কবে, কার খেলা? এক নজরে

মার্চ মাসের শেষ সপ্তাহে আবার দেশের জার্সিতে খেলতে দেখা যাবে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপেদের। কবে কবে, কার বিরুদ্ধে খেলতে নামবেন তাঁরা?

Picture of Lionel Messi Kylian Mbappe and Cristiano Ronaldo

ক্লাব ছেড়ে আবার দেশের হয়ে মাঠে নামবেন লিয়োনেল মেসি (বাঁ দিক থেকে), কিলিয়ান এমবাপে ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ২০:৪২
Share: Save:

বিশ্বকাপের পরে আবার আন্তর্জাতিক ফুটবল ফিরছে। এক দিকে প্রীতি ম্যাচ। অন্য দিকে ২০২৪ সালের ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্ব। আরও এক বার দেশের জার্সিতে খেলতে দেখা যাবে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপেদের। কবে কবে, কার বিরুদ্ধে খেলবেন তাঁরা?

মার্চের শেষ সপ্তাহে আর্জেন্টিনার দু’টি প্রীতি ম্যাচ রয়েছে। ২৪ মার্চ পানামার বিরুদ্ধে খেলবে তারা। পরের খেলা ২৮ মার্চ। প্রতিপক্ষ কুরাসাও। দু’টি ম্যাচেই খেলার কথা মেসির। প্রীতি ম্যাচ খেলতে ইতিমধ্যেই আর্জেন্টিনায় গিয়েছেন লিয়ো।

অন্য দিকে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামবে পর্তুগাল। দলের কোচ রবার্তো মার্তিনেস জানিয়েছেন, আরও এক বার জাতীয় দলের হয়ে খেলতে নামবেন রোনাল্ডো। ফুটবলারের সঙ্গে কথা বলে তাঁকে ইউরো কাপের দলে রেখেছেন মার্তিনেস। মার্চের শেষ সপ্তাহে দু’টি ম্যাচ রয়েছে পর্তুগালেরও। ২৪ মার্চ লিচেনস্টেইনের বিরুদ্ধে খেলবে পর্তুগাল। তাদের পরের ম্যাচ ২৭ মার্চ। প্রতিপক্ষ লুক্সেমবার্গ।

এ ছাড়া ইটালি, ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়া, ব্রাজিলের মতো দেশও খেলতে নামছে মার্চের শেষ সপ্তাহে। কবে, কার খেলা এক নজরে:

২৪ মার্চ—

ইটালি বনাম ইংল্যান্ড (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

ডেনমার্ক বনাম ফিনল্যান্ড (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

পর্তুগাল বনাম লিচেনস্টেইন (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

আর্জেন্টিনা বনাম পানামা (প্রীতি ম্যাচ)

২৫ মার্চ—

ফ্রান্স বনাম নেদারল্যান্ডস (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

চেক প্রজাতন্ত্র বনাম পোল্যান্ড (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

সুইডেন বনাম বেলজিয়াম (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

২৬ মার্চ—

স্পেন বনাম নরওয়ে (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

ইংল্যান্ড বনাম ইউক্রেন (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

ক্রোয়েশিয়া বনাম ওয়েলস (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

মরক্কো বনাম ব্রাজিল (প্রীতি ম্যাচ)

২৭ মার্চ—

মাল্টা বনাম ইটালি (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

লুক্সেমবার্গ বনাম পর্তুগাল (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

২৮ মার্চ—

নেদারল্যান্ডস বনাম জিব্রাল্টার (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

আয়ারল্যান্ড প্রজাতন্ত্র বনাম ফ্রান্স (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

আর্জেন্টিনা বনাম কুরাসাও (প্রীতি ম্যাচ)

২৯ মার্চ—

স্কটল্যান্ড বনাম স্পেন (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

তুরস্ক বনাম ক্রোয়েশিয়া (ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Kylian Mbappe Cristiano Ronaldo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE