সময় নষ্ট করার অছিলায় অনেক সময়ই বিভিন্ন গোলরক্ষক হাতে বেশি ক্ষণ বল রাখেন। রেফারিরা হলুদ কার্ড দেখিয়ে শাস্তি দেন। সেই নিয়মে এ বার বদল আসছে। পরের মরসুমে গোলরক্ষকেরা হাতে বেশি ক্ষণ বল রাখলেই শাস্তি দেওয়া হবে। বিপক্ষ দলকে একটি কর্নার দেবেন রেফারি। শুক্রবার আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এই নিয়ম অনুমোদন করেছে। তারাই ফুটবলের নিয়মকানুন তৈরি করে।
এখন গোলরক্ষকেরা ছয় সেকেন্ড হাতে বল রাখতে পারেন। নিয়ম ভাঙলে রেফারি ‘ইনডিরেক্ট ফ্রিকিক’ দিতে পারেন। তবে বিশ্ব জুড়েই গোলরক্ষকেরা এই অপরাধ করলেও খুব কম ক্ষেত্রেই শাস্তি পান। ছয় সেকেন্ড সময় আরও বাড়ানো হয়েছে ঠিকই। কিন্তু শাস্তি আরও কঠোর করা হয়েছে।
এই মরসুমে বেশ কিছু লিগে আট সেকেন্ডের নিয়মটি পরীক্ষামূলক ভাবে কার্যকর করা হয়েছে। তা দেখে খুশি আইএফএবি। তাই ২০২৫-২৬ মরসুম থেকেই তারা নতুন নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন:
এ ছাড়া, ফুটবলে ভিডিয়ো সাপোর্ট (ভিএস) প্রযুক্তিও আগামী দিনে চালু করা হতে পারে। যে সব প্রতিযোগিতায় ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) রাখার সামর্থ্য নেই তারা এই প্রযুক্তির সাহায্য নিতে পারে। এই ক্ষেত্রে, রেফারির কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট দলের কোচ আবেদন করতে পারেন। রেফারি যদি ওই ঘটনার দৃশ্য আবার দেখে বুঝতে পারেন ভুল হয়েছে, তা হলে নিজের সিদ্ধান্ত বদলাতে পারেন। গোটা ম্যাচে দু’টি ‘চ্যালেঞ্জ’ পাবেন কোচেরা।