Advertisement
E-Paper

হারের হ্যাটট্রিক ইংল্যান্ডের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিল আগের ম্যাচই। শনিবার গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে কার্যত আত্মসমর্পণ করল ইংল্যান্ড। সাত উইকেটে হেরে বিদায় নিল তারা।

cricket

দক্ষিণ আফ্রিকাকে জেতাল ভ্যান ডার ডুসেন (বাঁ দিকে) এবং ক্লাসেনের জুটি। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ২০:১৫
Share
Save

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিল আগের ম্যাচই। শনিবার গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে কার্যত আত্মসমর্পণ করল ইংল্যান্ড। সাত উইকেটে হেরে বিদায় নিল তারা। অধিনায়ক হিসাবে শেষ ম্যাচেও দলকে জেতাতে পারলেন না জস বাটলার। গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে তাদের ছয় পয়েন্ট হল। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার তিন ম্যাচে চার পয়েন্ট।

সাদা বলের ক্রিকেটে এক সময় ক্রিকেটবিশ্বের ত্রাস ছিল ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপ থেকে তাদের আগ্রাসী ক্রিকেট নজর কেড়ে নিয়েছিল গোটা বিশ্বের। ২০১৯-এর এক দিনের বিশ্বকাপের পর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা। সেই সাদা বলের ক্রিকেটে লজ্জার অধ্যায় লিখল ইংরেজরা। জস বাটলারের দলে তারকা ক্রিকেটার অনেকে থাকলেও কেউই আসল সময়ে জ্বলে উঠতে পারলেন না। হারের হ্যাটট্রিক করে বিদায় নিল ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংসের পরেই। করাচিতে টসে জিতে ইংল্যান্ডের আগে ব্যাট করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। কোনও ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। প্রথম ওভারে দু’টি চার মেরেও ফিরে যান ফিল সল্ট (৮)। তৃতীয় ওভারে ফেরেন জেমি স্মিথ (০)।

এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। জো রুট (৩৭) সবচেয়ে বেশি রান করেছেন। বড় কোনও জুটি হলেও ম্যাচে কখনও দাঁত ফোটাতে পারেনি ইংল্যান্ড। রানের গতিও আহামরি ছিল না। মাত্র ৩৮.২ ওভারে ১৭৯ রানেই অলআউট হয়ে যায় তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন মার্কো জানসেন এবং উইয়ান মুল্ডার।

দক্ষিণ আফ্রিকারও শুরুটা ভাল হয়নি। শূন্য রানে ফেরেন ট্রিস্টান স্টাবস। ২৭ রান করেন রায়ান রিকেলটন। তবে দলকে জিতিয়ে দেন রাসি ভ্যান ডার ডুসেন (অপরাজিত ৭২) এবং হেনরিখ ক্লাসেন (৬৪) জুটি। তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়েন। জিততেই শীর্ষস্থান পাকা ছিল। তাই দুই ব্যাটারই অহেতুক তাড়াহুড়ো করার রাস্তায় হাঁটেননি। ধীরেসুস্থে খেলে দলকে জয়ের রাস্তায় পৌঁছে দেন। ২৯তম ওভারে ক্লাসেন ফিরলেও দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দেন ডেভিড মিলার (অপরাজিত ৭)।

ICC Champions Trophy 2025 Cricket South Africa England Cricket Team Rassie van der Dussen Heinrich Klaasen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy