কেরলের উত্তর দিকের জেলাগুলিতে ফুটবল খেলা খুবই জনপ্রিয়। রাজ্য ফুটবল খেলাগুলিতে হাজার হাজার দর্শক হয়। সেরকমই একটি ম্যাচে শনিবার ভেঙে পড়ে স্টেডিয়াম।
ছবি: টুইটার থেকে
খেলা দেখতে এসে গ্যালারি ভেঙে আহত শতাধিক। কেরলের মলপ্পুরমের একটি ফুটবল মাঠে এমনই ঘটল শনিবার রাতে। ম্যাচের জন্য তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী গ্যালারি। সেটাই ভেঙে যায় মানুষের চাপে। দুশো জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত ৯টা নাগাদ মলপ্পুরমের পুঙ্গড় স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। সেই সময়ই ওই ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে স্টেডিয়াম ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কে সকলে মাঠের মধ্যে ঢুকে আসেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেরলের উত্তর দিকের জেলাগুলিতে ফুটবল খেলা খুবই জনপ্রিয়। রাজ্য ফুটবল খেলাগুলিতে হাজার হাজার দর্শক হয়। সেরকমই একটি ম্যাচে শনিবার ভেঙে পড়ে স্টেডিয়াম।
#WATCH Temporary gallery collapsed during a football match in Poongod at Malappuram yesterday; Police say around 200 people suffered injuries including five with serious injuries#Kerala pic.twitter.com/MPlTMPFqxV
— ANI (@ANI) March 20, 2022
রবিবার কেরল ব্লাস্টার্স খেলবে আইএসএলের ফাইনালে। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে কেরল। রবিবার ভোরে সেই ম্যাচ দেখতে যাচ্ছিলেন দুই ফুটবলপ্রেমী। পথে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy