নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে একাধিক পরিকল্পনা রয়েছে মেসিদের। ফাইল ছবি।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। শুক্রবারের ম্যাচে কঠিন লড়াইয়ের আশা করছে আর্জেন্টিনা শিবির। কমলা বাহিনীর বাধা অতিক্রম করতে বিশেষ পরিকল্পনা করেছেন আর্জেন্টিনা কোচ লিয়োনেল স্কালোনি। কী সেই পরিকল্পনা? জানিয়েছেন দলের অন্যতম স্ট্রাইকার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার।
নেদারল্যান্ডস কোচ অভিজ্ঞ লুইস ফান হালকে গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনা শিবির। তাঁর রণকৌশল চিন্তায় রেখেছে লিয়োনেল মেসিকে। দল হিসাবেও যথেষ্ট শক্তিশালী নেদারল্যান্ডস। তাই ঘর সামলে আক্রমণে যাওয়ার পরিকল্পনা করছে আর্জেন্টিনা শিবির। গোল না খাওয়াই প্রথম লক্ষ্য মেসিদের। পাশাপাশি প্রতি আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে চান তাঁরা।
ম্যাকঅ্যালিস্টার বলেছেন, ‘‘আমরা জানি নেদারল্যান্ডসের কয়েক জন দারুণ ফুটবলার রয়েছে। খেলা এবং নিজেদের সম্পর্কে ওদের ধারনাও খুব স্বচ্ছ। আমাদেরও কিছু পরিকল্পনা রয়েছে। কী ভাবে ওদের আটকানো যায়, তা নিয়েও আমরা গত কয়েক দিন কাজ করেছি। একাধিক পরিকল্পনা আমাদের রয়েছে। ম্যাচের আগে হাতে আরও কিছুটা সময় রয়েছে। অবশ্যই নিজেদের পরিকল্পনাগুলো আরও এক বার ঝালিয়ে নেব। যাতে মাঠে নেমে সমস্যা না হয়। সাধারণত আমরা নিজেদের খেলা, পরিকল্পনা নিয়েই ভাবি। আমরা কী করতে পারি জানি। চাপ মুক্ত ভাবে খেলতে চাই আমরা। নিজেদের কাজ ঠিক মতো করতে পারলে, সব কিছুই ঠিক থাকবে।’’
প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হারার পরেও কি আশা করেছিলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারবেন? ম্যাকঅ্যালিস্টার বলেছেন, ‘‘আমরা শেষ আটে পৌঁছতে পারব কিনা, এটা জিজ্ঞেস করা হলে অবশ্যই হ্যাঁ বলতাম। আমরা অনেক আশা নিয়ে এ বার বিশ্বকাপ খেলতে এসেছি। জানি আর্জেন্টিনা গোটা প্রতিযোগিতাতেই ভাল খেলার ক্ষমতা রাখে।’’ তিনি আরও জানিয়েছেন, ‘‘আমাদের দলে বেশ কয়েক জন ভাল ফুটবলার আছে। আমাদের দলটাও বেশ ভাল। শুধু সেমিফাইনালে নয়, আমরা বিশ্বকাপ জেতার ব্যাপারেও আশাবাদী।’’
শুক্রবার ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোচ স্কালোনিকে ভাবাচ্ছে চোট সমস্যা। অ্যাঙ্খেল দি মারিয়া, লাউতারো মার্তিনেসের পাশাপাশি চোট রয়েছে রদ্রিগো দি পলের। কী ভাবে সামাল দেবেন, সেটাই চিন্তা স্কালোনির। নেদারল্যান্ডস কোচ হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, তাঁরা নামবেন প্রতিশোধের লক্ষ্যেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy