চেতেশ্বর পূজারা ও হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।
দেবেন্দ্র ঝাঝারিয়ার নাম পাঠানো হল রাজীব গাঁধী খেলরত্নের জন্য। তিনিই প্রথম প্যারালিম্পিয়ান যাঁর নাম প্রস্তাব করা হল এই সম্মানের জন্য। এই তালিকায় রয়েছেন ভারতীয় হকির সেরা মুখ সর্দার সিংহও। জ্যাভলিন থ্রোয়ার ঝাঝারিয়া প্রথম যিনি দুটো সোনা জিতেছিলেন প্যারালিম্পিক্সে। তিনিই প্রথম পছন্দ নির্বচনী কমিটির। ঝাঝারিয়ার সঙ্গে এই কমিটিই বেছে নিয়েছেন ৩১ বছরের মিডফিল্ডার সর্দার সিংহকেও। যেখানে বলা হয়েছে দু’জনকে একসঙ্গেই দেওয়া হোক এই সম্মান।
আরও খবর: ডেফিলিম্পিক্স থেকে পাঁচটি পদক নিয়ে ফিরেও ব্রাত্য
৩৬ বছরের দেবেন্দ্র ঝাঝারিয়া ২০০৪ আথেন্স অলিম্পিক্স ও গত বছর অলিমম্পিক্সে জোড়া সোনা পেয়েছিলেন। দু’বারই তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন। ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়ন শিপেও সোনা জিতেছিলেন তিনি। পাশাপাশি সর্দার সিংহর অধিনায়কত্বেই নতুন করে সাফল্যের দিশা দেখেছে ভারতীয় হকি। ভারতীয় হকির সব থেকে কম বয়সী অধিনায়কও ছিলেন তিনি। যিনি ২০১৫তে পদ্মশ্রী। সর্দারের দখলে রয়েছে ২০১৪ এশিয়ান গেমস সোনা ও ২০১০ এশিয়ান গেমস ব্রোঞ্জ। এর সঙ্গে রয়েছে দুটো কমনওয়েলথ গেমসে রুপো। আন্তর্জাতিক হকি ফেডারেশনের অল-স্টার টিমেও দু’বার জায়গা পেয়েছেন তিনি।
আরও খবর: মিতালিরা যেন বিরাটদের মত ‘লোভী’ না হয়! শোভার মন্তব্যে ঝড়
রাজীব গাঁধী খেলরত্নের জন্য নাম পাঠানো হল সর্দার সিংহর। —ফাইল চিত্র।
সর্দার বলেন, ‘‘গত ১৫-২০ বছরে আমার খাটনির মূল্য এটা। এই সাফল্যের পিছনে আমার সতীর্থ ভূমিকা সব থেকে বেশি। কারণ তারা না থাকলে এখানে পৌঁছনো সম্ভব হত না।’’ এ ছাড়া ১৭ জনের নাম পাঠানো হয়েছে অর্জুন পুরস্কারের জন্য। সেই তালিকায় রয়েছেন, চেতেশ্বর পূজারা, হরমনপ্রীত কৌর, মারিয়াপ্পান থঙ্গাভেলু, বরুণ, এসএসপি চৌরাসিয়া, এসভি সুনীল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy