Advertisement
০৫ নভেম্বর ২০২৪
আইপিটিএল

ফেডেরারের খেলা নিয়ে নিশ্চিত মহেশ

ডেভিস কাপ ফাইনালে তাঁর নামার কয়েক ঘণ্টা আগেই ঘোষিত হয়ে গেল, রজার ফেডেরারের আন্তর্জাতিক পেশাদার টেনিস লিগে দিল্লি টিমের হয়ে কোর্টে নামার প্রশ্নে কোনও অনিশ্চয়তা নেই। ফেডেরার সদ্য পিঠের ব্যথায় এটিপি ওয়ার্ল্ড ফাইনালসের খেতাবি ম্যাচ ওয়াকওভার দিলেও আইপিটিএলের প্রাণপুরুষ মহেশ ভূপতি আদৌ চিন্তিত নন।

দেশ আগে। ডেভিস কাপ ফাইনালের আগের দিন বিতর্ক ভুলে পাশাপাশি ফেডেরার-ওয়ারিঙ্কা। ছবি: এপি

দেশ আগে। ডেভিস কাপ ফাইনালের আগের দিন বিতর্ক ভুলে পাশাপাশি ফেডেরার-ওয়ারিঙ্কা। ছবি: এপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৪ ০৩:৩১
Share: Save:

ডেভিস কাপ ফাইনালে তাঁর নামার কয়েক ঘণ্টা আগেই ঘোষিত হয়ে গেল, রজার ফেডেরারের আন্তর্জাতিক পেশাদার টেনিস লিগে দিল্লি টিমের হয়ে কোর্টে নামার প্রশ্নে কোনও অনিশ্চয়তা নেই।

ফেডেরার সদ্য পিঠের ব্যথায় এটিপি ওয়ার্ল্ড ফাইনালসের খেতাবি ম্যাচ ওয়াকওভার দিলেও আইপিটিএলের প্রাণপুরুষ মহেশ ভূপতি আদৌ চিন্তিত নন।

“রবিবারের ওই ঘটনার পরে রজারের সঙ্গে আমার কথা হয়েছে। এখন ও একদম ঠিক আছে। কাল থেকে ডেভিস কাপ ফাইনালে খেলছে। ফলে পরের সপ্তাহের শেষের দিকে ম্যানিলায় আমাদের টুর্নামেন্টের প্রথম লেগ থেকেই ফেডেরারের খেলার ব্যাপারে কোনও সংশয় দেখছি না,” এ দিন সিঙ্গাপুরে বলেছেন মহেশ।

সতেরো গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরারের ট্রফি ক্যাবিনেটে বিশ্ব টেনিসের যাবতীয় বড় ট্রফির মধ্যে একমাত্র ডেভিস কাপ-ই নেই। সেই অধরা কাপ জিততে ফেডেরার শুক্রবার অ্যাওয়ে ফাইনালের দ্বিতীয় সিঙ্গলসে নামবেন ফ্রান্সের দু’নম্বর তারকা গেল মঁফিলসের বিরুদ্ধে। তার আগে প্রথম সিঙ্গলসে মুখোমুখি ওয়ারিঙ্কা আর সঙ্গা। তবে ডাবলসে অলিম্পিক সোনা জয়ী জুটি ফেডেরার-ওয়ারিঙ্কাকে নামাচ্ছে না সুইত্‌জারল্যান্ড। যে সিদ্ধান্তের পরে টেনিসের ওয়াকিবহাল মহলের কেউ কেউ মনে করছেন, গত সপ্তাহেই লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ফাইনালসের সেমিফাইনালে ফেডেরার-পত্নী মির্কাকে ঘিরে ওয়ারিঙ্কা-ফেডেরারের মধ্যে লকাররুমে তীব্র বাদানুবাদের কয়েক দিন পরেই দু’জনকে জুটি বেঁধে ডাবলসে নামানোর ঝুঁকি নেয়নি তাঁদের দেশ। বিশেষ করে ডেভিস কাপ ফাইনালের মতো সামিট-যুদ্ধে!

ফেডেরারের সূচি অনুযায়ী ডেভিস ফাইনাল খেলে ফেড-এক্সের ম্যানিলায় আইপিটিএলে দিল্লি টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা। ২৮ নভেম্বর শুরু এই মেগা টিম টেনিস লিগ ম্যানিলার পর সিঙ্গাপুর, নয়াদিল্লিতে হয়ে শেষ হবে দুবাইয়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE