জমে উঠেছে ইন্ডিয়ান সুপার লিগের লড়াই। তিন ম্যাচ বাকি থাকতেই ইন্ডিয়ান সুপার লিগে প্রথম চার দলের মধ্যে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে বেঙ্গালুরু এফসি।
এ বার লড়াই বাকি তিন স্থানের জন্য। সেই লক্ষ্যে, এ দিন অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ২-০ জিতল এফসি পুণে সিটি। বিজয়ী দলের হয়ে দুই অর্ধে গোল করলেন দিয়েগো কার্লোস এবং মার্সেলিনহো পেরিরা। এই জয়ের ফলে ১৫ ম্যাচে এফসি পুণে সিটির পয়েন্ট দাঁড়াল ২৮। লিগ তালিকায় দ্বিতীয় স্থানে পুণের দলটি।
অন্য দিকে, ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সপ্তম স্থানে রয়ে গেল মুম্বইয়ের দলটি।
রাজধানীতে আইএসএলের অন্য ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে ১-১ রুখে দিল দিল্লি ডায়নামোস। দ্বিতীয়ার্ধে কালু উচে পেনাল্টি থেকে এগিয়ে দেন দিল্লিকে। ম্যাচের শেষ দিকে চেন্নাইয়িন-এর হয়ে সমতা ফেরান মেলসন আলভেজ। ড্রয়ের ফলে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকল চেন্নাই। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে লিগ টেবলের শেষ স্থানে থাকল দিল্লি ডায়নামোস।
আই লিগে ড্র চেন্নাইয়ের: ঘরের মাঠে মোহনবাগানের সঙ্গে ড্রয়ের পরে এ বার লাজং এফসি-র সঙ্গেও ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ করল চেন্নাই সিটি এফসি। ১৫ ম্যাচের পরে নবম স্থানে থাকা চেন্নাইয়ের পয়েন্ট ১৩। ১৬ ম্যাচের পরে পঞ্চম স্থানে থাকা লাজং-এর পয়েন্ট ১৮।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy