Advertisement
০২ নভেম্বর ২০২৪

মেসিদের নিয়ে জরুরি বৈঠক এনরিকের

‘‘অনেক হাসি-ঠাট্টা হয়েছে। আর নয়।’’ এল ক্লাসিকোর আগে লুইস এনরিকের যুদ্ধের হুঙ্কার।

বার্সেলোনা ট্রেনিংয়ে নেইমারকে ‘শাস্তি’ দিচ্ছেন পিকে। বৃহস্পতিবার। ছবি: টুইটার।

বার্সেলোনা ট্রেনিংয়ে নেইমারকে ‘শাস্তি’ দিচ্ছেন পিকে। বৃহস্পতিবার। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:৩১
Share: Save:

‘‘অনেক হাসি-ঠাট্টা হয়েছে। আর নয়।’’ এল ক্লাসিকোর আগে লুইস এনরিকের যুদ্ধের হুঙ্কার।

লুইস এনরিকে সাধারণত খুব ঠান্ডা মাথার কোচ। টাচলাইনের ধারেও কোনও দিন হাত পা ছুড়ে তাঁকে সেলিব্রেট করতে দেখা যায় না। কোনও দিন ফুটবলারদের উপর চিৎকারও করেন না। কিন্তু লা লিগায় বার্সার খারাপ ফর্ম সেই আপাত ভদ্রলোককেও করে তুলেছে রগচটা। যাঁর ধৈর্যের বাঁধ অবশেষে ভেঙেছে।

রিয়েল সোসিয়েদাদের সঙ্গে নিষ্প্রভ ড্রয়ের পর দলকে তুলোধোনা করেছিলেন প্রকাশ্যে। ক্লাসিকোর আগে এ বার মেসিদের সঙ্গে ‘ক্রাইসিস মিটিং’ সারলেন স্প্যানিশ কোচ। স্প্যানিশ প্রচারমাধ্যমের মতে, অনুশীলন শুরুর আগে দলের সঙ্গে বৈঠক সারেন এনরিকে। মেসিদের পরিষ্কার ভাবে বলেন, ‘‘অনেক ঠাট্টা-ইয়ার্কি হয়েছে। এ বার ক্লাসিকোয় জিততে হবে। সোসিয়েদাদের বিরুদ্ধে ড্র করা উচিত হয়নি। আমাদের কাটিয়ে উঠতে হবে এই সময়।’’

যদিও বার্সা ট্রেনিংয়ে ফুরফুরে মেজাজে দেখা যায় তারকাদের। নেইমার ট্রেনিংয়ে দেরি করে আসায় শাস্তি হিসেবে পিকে তাঁর পিছনে লাথি মারেন। মরসুমে শুরুতে একটার পর একটা জয় তুললেও হঠাৎ করেই ফর্ম হারিয়ে বার্সা। আবার এমন এক মোক্ষম সময়ে যখন প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়ালকে থামানোই যাচ্ছে না। বলে বলে ম্যাচ জিতছে রোনাল্ডোরা। তাই ট্রেনিংয়ে আক্রমণের উপরই জোর দিচ্ছেন এনরিকে। গত কয়েক ম্যাচে বেশি গোল না হওয়ায় চিন্তিত কোচ। পিকে বললেন, ‘‘ক্লাসিকোয় আসল বার্সাকে দেখা যাবে।’’

রিয়াল শিবিরের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার ব্যস্ত ছিলেন তাঁর নতুন সুগন্ধী ব্র্যান্ডের উদ্বোধনে। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়ে দিলেন রোনাল্ডোর পিছনে খরচা করা প্রতিটা টাকা সার্থক। ‘‘ক্রিশ্চিয়ানো খুব স্পেশ্যাল একজন প্লেয়ার। ওর পরিসংখ্যান দারুণ। আমরা খুব খুশি ওকে নিয়ে। ওর সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি করেছি। আর তাতে আমরা সন্তুষ্ট,’’ বলছেন পেরেজ। রোনাল্ডো ছাড়াও এল ক্লাসিকোর আর এক প্রধান চরিত্র থাকবেন ডাগআউটে। তিনি— জিনেদিন জিদান। দলের কোচকে নিয়েও প্রশংসায় পঞ্চমুখ পেরেজ বলছেন, ‘‘জিদান ক্লাবের ইতিহাস পাল্টে দিয়েছিল। ওকে কোচ হিসেবে বাছা খুব সহজ একটা সিদ্ধান্ত ছিল। নিশ্চিত ছিলাম ও দারুণ কাজ করবে।’’

ক্লাসিকো কাউন্টডাউন
এল ক্লাসিকোর বাকি আর এক দিন। তার আগে দাঁড়িপাল্লায় দুই ক্লাব।

বার্সেলোনা

• চোটের তালিকায় জেরেমি ম্যাথিউ (পেশি)
• লা লিগায় ফর্ম ২৭ পয়েন্ট নিয়ে দু’নম্বরে
• জয় ৮ ড্র ৩ হার ২
• গোল করেছে ৩৩ গোল খেয়েছে ১৪
• শেষ পাঁচ ম্যাচ জয়, জয়, জয়, ড্র, ড্র।
• সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি (৯ গোল)

রিয়াল মাদ্রিদ

• চোটের তালিকায় টনি ক্রুজ (পায়ের বুড়ো আঙুল) আলভারো মোরাতা (হ্যামস্ট্রিং) গ্যারেথ বেল (ভাঙা গোড়ালি)
• লা লিগায় ফর্ম ৩৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে
• জয় ১০ ড্র ৩ হার ০
• গোল করেছে ৩৬
• গোল খেয়েছে ১১
• শেষ পাঁচ ম্যাচ জয়, জয়, জয়, জয়, জয়।
• সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১০ গোল)

অন্য বিষয়গুলি:

Barcelona Real Madrid El Classico Enrique
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE