মাদ্রিদ যুদ্ধের মহড়া। রোনাল্ডোর জন্য সতীর্থদের ঘেরাটোপ। ছবি: রয়টার্স।
স্টেডিয়ামে বসে হোক বা টিভির সামনে। ফুটবলপ্রেমীদের ম্যাচ চলাকালীন হাইপারটেনশনের কারণ নাকি তিনটে।
আরে পাসটা বাড়াচ্ছে না কেন?
এটা তো সিওর ফাউল!
ডিফেন্ডাররা করছেটা কী?
এক হাসপাতাল কর্তৃপক্ষের শুক্রবার এমনই টুইট। শনিবার ন্যু কাম্পে যে হাইপারটেনশন আরও কয়েক পর্দা বাড়ার সম্ভাবনা। লড়াইটা এল ক্লাসিকোর বলে। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ বলে!
লা লিগা পয়েন্ট টেবলের শীর্ষে রিয়াল। চিরশত্রুর চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে। তাই ঘরের মাঠে হারলে বার্সা ট্রফির দৌড় থেকে অনেকটাই পিছিয়ে যাবে। তবে সব দূরাশা কেটে যেতে পারে বার্সেলোনা রাজপুত্রের জাদুতে।
ঠিক যে প্রত্যাশায় রোনাল্ডো ভক্তরাও। এ মরসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখনও সিআর সেভেন। তা ছাড়া ন্যু কাম্পে শেষ ন’বার নেমে ১০টা গোল আছে রোনাল্ডোর। গোলই ফুটবলের নুন। তা সে ম্যাচের ভাগ্য গড়ে দিতে হোক বা ভক্তদের টেনশন কাটাতে।
মেসি বনাম রোনাল্ডো
এল ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড লিওনেল মেসির। ২১টা। তবে সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ পাঁচ সাক্ষাতে রিয়ালের বিরুদ্ধে বার্সার আর্জেন্তিনীয় মহাতারকার গোল নেই। এ রকম খরা মেসির কেরিয়ারে প্রথম। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার ২৫টা এল ক্লাসিকোয় নেমে গোল করেছেন ১৬টা। সামনে শুধু বার্সা প্রবাদপ্রতিম অ্যালফ্রেড দি’স্তেফানোর ১৮ গোল। তাই মেসির সামনে খরা কাটানোর যেমন, রোনাল্ডোর সামনেও তেমন শনিবার চ্যালেঞ্জ দি’স্তেফানোকে ধরে ফেলার।
মাদ্রিদ যুদ্ধের মহড়া। প্র্যাকটিসে একা মেসি। ছবি: গেটি ইমেজেস।
ফর্ম
বার্সেনোলার সময়টা খারাপ যাচ্ছে। লা লিগায় শেষ দুটো ম্যাচ ড্র। কোপা দেল রে-তে হারকিউলিসের বিরুদ্ধেও তাই। শেষ পাঁচটা ম্যাচে মাত্র দুটো জিততে পেরেছে লুইস এনরিকের টিম। রিয়াল তাই ফর্মের দিক থেকে এগিয়ে। শেষ পাঁচটা ম্যাচই জিতেছে জিনেদিন জিদানের টিম। শেষ দশ ম্যাচে জয় ন’টা। একটা ব্যাপারই বার্সার দিকে যেতে পারে— এ সব বড় ম্যাচে ফর্ম অনেক সময় জানলার বাইরে ছুড়ে ফেলে টিম জিতেছে সে রকম উদাহরণ কম নেই। তা ছাড়া শনিবার ন্যু কাম্পে মহাযুদ্ধ বলে বার্সেলোনার হোম অ্যাডভান্টেজ তো থাকছেই।
স্কোয়াড
বার্সেলোনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট শনিবার আন্দ্রে ইনিয়েস্তা হাঁটুর চোট কাটিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরতে পারেন। গত বার মিডফিল্ড জেনারেল ইনিয়েস্তার আগুনে পারফরম্যান্সে বের্নাবাওতে গিয়ে বার্সেলোনা ৪-০ ধ্বংস করেছিল রিয়ালকে। তবে দুই ডিফেন্ডার জেরার পিকে আর ইয়র্দি আলবা বার্সার আগের ম্যাচেই রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে চোট পেয়েছেন। প্র্যাকটিসে নামলেও শনিবার তাই দু’জন নিশ্চিত এখনও বলা যাচ্ছে না।
রিয়ালের আবার বিরাট ধাক্কা গ্যারেথ বেলের না থাকা। ওয়েলশ উইজার্ড চলতি মরসুমে রিয়ালের গোল আর গোলের সুযোগ তৈরি করার দিক থেকে দুরন্ত ফর্মে ছিলেন। বড়সড় চোটে তিনি আপাতত বেশ কিছু দিন মাঠের বাইরে। টনি ক্রুজ আর দানিলোও চোটের জন্য অনিশ্চিত। পেপে আর কাসিমারো সদ্য চোট সারিয়ে ফিরেছেন। শনিবার দু’জন তাই প্রথম দলে নামলেও পুরো ম্যাচ খেলতে পারবেন কি না বলা কঠিন।
স্ট্র্যাটেজি
দুটো দলই যে বেশি বল পজেশন রেখে চাপ তৈরি করতে চাইবে সেটা স্পষ্ট। জিদান ‘ফ্লুইড ফর্মেশনে’ খেলতে ভালবাসেন। মানে আক্রমণের সময় ৪-৩-৩ আর ডিফেন্স করার সময় ৪-৪-২। গ্যারেথ বেল সাধারণত ট্র্যাক ব্যাক করার কাজটা করতেন। তিনি না থাকায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা চাপতে পারে লুকাস ভাজকুয়েজের উপর। জিদানের আর একটা বড় সুবিধে ফুটবলার রোটেট করে খেলানো। তাই বেলের না থাকার অভাবটা জিজু কাটিয়ে নিতে পারবেন এটাই সাধারণ ধারণা বিশেষজ্ঞদের। তবে রিয়ালের আসল চ্যালেঞ্জ এমএসএন-কে আটকানো। তার জন্য মিডফিল্ডের উপর ভরসা করছেন জিদান। বিশেষ করে লুকা মডরিচের উপর। কাসিমারোও আছেন। যিনি চলতি বছরের গোড়ার দিকে এল ক্লাসিকোয় মেসিদের আক্রমণের ছন্দ একাই নষ্ট করে দিয়েছিলেন। জিদান অবশ্য একই কাজে ভরসা করতে পারেন ইস্কো এবং মাতেও কোভাসিচের উপরেও।
বার্সেলোনার বেশি বল পজেশন রাখার ব্যাপারে বড় ভূমিকা থাকার কথা মি়ডফিল্ডার সের্জিও বুস্কেতসের। মডরিচ আর বুস্কেতসের লড়াইয়ে কে এগিয়ে থাকবে তার উপর নির্ভর করবে এমএসএনের সাপ্লাই লাইন। তবে বার্সার সবচেয়ে বড় সুবিধে ইনিয়েস্তা ফিরে আসায় মেসি অনেক চাপ মুক্ত থাকবেন। বার্সার প্লেমেকারের ভুমিকাটা প্রবল অভিজ্ঞ ইনিয়েস্তা সামলাতে পারলে শনিবার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এমএসএন।
যুযুধান কোচেরা বলছেন
লুইস এনরিকে: আমরা এর চেয়ে ভাল জায়গায় যাবই লা লিগায়। আরও খারাপ হওয়াটা অসম্ভব। মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচ মানেই স্পেশ্যাল। শনিবার তাই অন্য বার্সেলোনাকে দেখা যাবে।
জিনেদিন জিদান: রেজাল্ট নিয়ে ভাবছি না। ভাল পারফর্ম করতে হবে। নিজেদের সব কিছু আমরা উজাড় করে দেব এই ম্যাচে।
টিভিতে আজ এল ক্লাসিকো
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, ন্যু কাম্প, রাত ৮-৪৫, সোনি ইএসপিএন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy