কলকাতা লিগের আগে আইএফএ আয়োজিত ফুটসলে অংশ নিতে চলেছে ইস্টবেঙ্গল, মহমেডানের মতো নামী দল। তবে মোহনবাগান টিম তৈরি না হওয়ার কারণ দেখিয়ে এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। ফুটসলে অংশগ্রহণকারী বাকি টিমগুলো অবশ্য কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনেরই টিম। ৮-১৬ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্টে চলবে। ছেলেদের আটটি এবং মেয়েদের ছ’টি টিম অংশ নিচ্ছে ফুটসলে। এটি নকআউট টুর্নামেন্ট। তবে ফুটসলের সব নিয়ম মেনে এই টুর্নামেন্ট হচ্ছে না। যেমন ইন্ডোর স্টেডিয়ামের বদলে খেলা হবে খোলা মাঠে। বলের ক্ষেত্রেও ফুটসলের জন্য আলাদা কোনও ছোট মাপের বল থাকছে না। কলকাতা লিগ যে বলে খেলা হবে, সেই বলেই হবে ফুটসল। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘প্রথম বার সব নিয়ম মানা সম্ভব হচ্ছে না। তবে এই টুর্নামেন্ট আমরা সাফল্যের সঙ্গে শেষ করতে চাই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy