Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ফুটসলে ইস্টবেঙ্গল

কলকাতা লিগের আগে আইএফএ আয়োজিত ফুটসলে অংশ নিতে চলেছে ইস্টবেঙ্গল, মহমেডানের মতো নামী দল। তবে মোহনবাগান টিম তৈরি না হওয়ার কারণ দেখিয়ে এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। ফুটসলে অংশগ্রহণকারী বাকি টিমগুলো অবশ্য কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনেরই টিম। ৮-১৬ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্টে চলবে।

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০৩:৪২
Share: Save:

কলকাতা লিগের আগে আইএফএ আয়োজিত ফুটসলে অংশ নিতে চলেছে ইস্টবেঙ্গল, মহমেডানের মতো নামী দল। তবে মোহনবাগান টিম তৈরি না হওয়ার কারণ দেখিয়ে এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। ফুটসলে অংশগ্রহণকারী বাকি টিমগুলো অবশ্য কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনেরই টিম। ৮-১৬ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্টে চলবে। ছেলেদের আটটি এবং মেয়েদের ছ’টি টিম অংশ নিচ্ছে ফুটসলে। এটি নকআউট টুর্নামেন্ট। তবে ফুটসলের সব নিয়ম মেনে এই টুর্নামেন্ট হচ্ছে না। যেমন ইন্ডোর স্টেডিয়ামের বদলে খেলা হবে খোলা মাঠে। বলের ক্ষেত্রেও ফুটসলের জন্য আলাদা কোনও ছোট মাপের বল থাকছে না। কলকাতা লিগ যে বলে খেলা হবে, সেই বলেই হবে ফুটসল। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘প্রথম বার সব নিয়ম মানা সম্ভব হচ্ছে না। তবে এই টুর্নামেন্ট আমরা সাফল্যের সঙ্গে শেষ করতে চাই।’’

অন্য বিষয়গুলি:

east bengal futsal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE