চলছে মোহনবাগানের শারীরিক সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি। -নিজস্ব চিত্র
মেহতাব হোসেনরা মাত্র বারো দিন হল প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছেন। এর মধ্যেই মঙ্গলবার প্রস্তুতি ম্যাচ খেলে ফেলল ইস্টবেঙ্গল।
মোহনবাগান অবশ্য এখনও সেই রাস্তায় হাঁটেনি। ব্রাজিলিয়ান ফিজিও গার্সিয়ার তত্ত্বাবধানে নানাধরনের শারীরিক সক্ষমতা বাড়ানোর ট্রেনিং চলছে। যদিও বিশ্বজিৎ ভট্টাচার্যের অনেক পরে প্র্যাকটিস শুরু করেছেন সঞ্জয় সেন।
মঙ্গলবার সন্ধেয় কল্যাণী থেকে ফোনে বিশ্বজিৎ বললেন, ‘‘কলকাতা লিগ শুরু হতে বেশি দিন বাকি নেই। তার আগে টিমের কম্বিনেশন ঠিক করতে হবে। তাই ঘুরিয়ে ফিরিয়ে ফুটবলারদের দেখে নিলাম।’’ এ দিন বিকেলে পিয়ারলেসের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলে লাল-হলুদ ব্রিগেড। তবে জিততে পারেনি। মরসুমের প্রথম ম্যাচ ড্র হয়। খেলার ফল ১-১। ইস্টবেঙ্গলের হয়ে এক মাত্র গোলটি করেছেন জিতেন মুর্মু। এই ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্সে যে বিশ্বজিৎ খুশি, এমনটা কথা বলে মনে হল না। তিনি বলে দেন, ‘‘ছেলেরা মোটামুটি খেলেছে।’’ এর সঙ্গে অবশ্য যোগ করতে ভুললেন না, ‘‘সবে প্র্যাকটিস শুরু হয়েছে। ফুটবলারদের মধ্যে বোঝাপড়া হতে আরও সময় লাগবে। একশো শতাংশ ফিট হওয়ার জন্যও আরও একটু সময় দিতে হবে।’’ প্র্যাকটিস ম্যাচে সব ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলালেও চোটের জন্য এ দিন ডু ডং এবং রবার্ট খেলেননি। গুরবিন্দর সিংহের চোট থাকলেও শেষ পাঁচ মিনিট খেলেছেন তিনি। আজ বুধবার ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন বিশ্বজিৎ। সৌমিক, রফিক, অর্ণব মণ্ডলরা সবাই যে যার বাড়ি ফিরে এসেছেন। আজ বুধবার রাতেই আবার শিবিরে যোগ দেওয়ার কথা তাঁদের।
সঞ্জয় ব্রিগেড এখনও পর্যন্ত বল নিয়ে প্র্যাকটিসই শুরু করতে পারেনি। মঙ্গলবার সার্কিট ট্রেনিং করেন কাতসুমি, প্রীতম কোটালরা। মোহন কোচ আবার টিমের ফিটনেস দেখে খুশি। বলে দিয়েছেন, ‘‘আই লিগের পর ফুটবলারদের যেমন ফিটনেস ছিল, সে রকমই এখনও রয়ে গিয়েছে। নতুন যারা যোগ দিয়েছে, তাদের ফিটনেসও খারাপ নয়।’’ এমনকী কাতসুমিও অনুশীলনের মধ্যে ছিলেন বলে জানালেন বাগান কোচ। এ দিকে মণিপুরের রবিনসন সিংহ এবং ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলা কেন লুইস শহরে চলে এসেছেন। আজ তাদের ট্রায়ালে নামার কথা তাঁদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy