প্রস্তুতি: বৃহস্পতিবার কটকে প্র্যাকটিস প্লাজাদের। নিজস্ব চিত্র
কটকের প্রচণ্ড গরমের জন্য অনুশীলনের সময়ই বদলে ফেলল ইস্টবেঙ্গল। পুরো ফেডারেশন কাপেই সকালের বদলে বিকেলে ওয়েডসন আনসেলমে, মেহতাব হোসেন-দের নিয়ে অনুশীলনের পরিকল্পনা লাল-হলুদ শিবিরে।
ফেডারেশন কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ৭ মে, রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। কিন্তু আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বৃহস্পতিবারই কটক পৌঁছে গিয়েছেন উইলিস প্লাজা-রা। এ দিন বিকেলে কটকের একটি বেসরকারি কলেজের মাঠে ঘণ্টাখানেক অনুশীলন করেন তাঁরা। লাল-হলুদের সহকারী কোচ রঞ্জন চৌধুরী ফোনে বললেন, ‘‘সকাল ন’টার পর থেকে গরম এত বেড়ে যায়, প্র্যাকটিস তো দূরের কথা বাইরে বেরনোই অসম্ভব হয়ে পড়ে। এই কারণেই বিকেলে প্র্যাকটিস করানোর সিদ্ধান্ত নিয়েছি।’’
চোটের জন্য ওয়েডসন ও ইভান বুকেনিয়া গত দু’দিন মাঠে নামেননি। বৃহস্পতিবার পুরোদমেই অনুশীলন করেছেন তাঁরা। ম্যাচ প্র্যাকটিসও করেন দুই বিদেশি। রঞ্জন বলছেন, ‘‘মরসুমের শেষে কম-বেশি অনেকেরই চোট রয়েছে। তাই দুশ্চিন্তা করে কোনও লাভ নেই। আর বিশ্রামের পরে ওয়েডসন-বুকেনিয়াও অনেক সুস্থ হয়ে উঠেছে।’’
ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছে আইজল এফসি, চার্চিল ব্রাদার্স ও চেন্নাই সিটি এফসি। আই লিগে এই তিনটি দলের কাছে হেরেই খেতাব হাতছাড়া করেছিল ইস্টবেঙ্গল। ফেডারেশন কাপে যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে লাল-হলুদ শিবিরে। প্রধান ফুটবল উপদেষ্টা মনোরঞ্জন ভট্টাচার্য মূলত ব্যস্ত থাকছেন ডিফেন্ডারদের ভুলত্রুটি শোধরাতে। পাশাপাশি চলছে প্রতিপক্ষের ম্যাচের ভিডিও রেকর্ডিং জোগাড়ের চেষ্টা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy