বোরজা গোমেজের সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল। —ফাইল চিত্র।
কোয়েস ইস্টবেঙ্গলে থেকে যাচ্ছেন বোরহা গোমেজ। আরও দুই মরসুমের জন্য চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে। লাল-হলুদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘মাঠের ভিতরে ও বাইরে বোরহা সেনাপতি। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বোরহার সঙ্গে আরও দু’ বছরের জন্য চুক্তি করা হল।’’
রিয়াল মাদ্রিদের যুব দলে আলেয়ান্দ্রো মেনেন্দেসের প্রশিক্ষণে খেলেছিলেন বোরহা। ইস্টবেঙ্গলে এসে ফের গুরু-শিষ্যের সাক্ষাৎ হয়েছে। লাল-হলুদ জার্সি পরে বোরহা গোমেজ আরও দু’ বছর খেললেও রাশিয়া বিশ্বকাপ খেলা জনি অ্যাকোস্টা, টনি ডোভালে, কাসিম আইদারার ভবিষ্যৎ অনিশ্চিত ইস্টবেঙ্গলে।
জবি জাস্টিনও সই করেছেন এটিকেতে। তাঁকে নিয়ে শনিবার আইএফএতে ঝড় উঠতে পারে। শনি-বিকেলে কেরলের স্ট্রাইকার উপস্থিত থাকবেন আইএফএতে। জবির সঙ্গে ইস্টবেঙ্গলকেও ডাকা হয়েছে। ফেডারেশনের নির্দেশ অনুযায়ী জবির সই নিয়ে তদন্তে নেমেছে বঙ্গীয় ফুটবলের নিয়ামক সংস্থা। রাজ্য ফুটবল সংস্থার কর্তারা জবি ও ইস্টবেঙ্গলের বক্তব্য শুনতে চান। এটিকে না ইস্টবেঙ্গল, জবির ভাগ্য কি নির্ধারিত হবে শনিবার?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy