Advertisement
০৩ নভেম্বর ২০২৪

ইস্টবেঙ্গল দিবস আজ ইন্ডোরে

প্রাকৃতিক দুর্যোগে শিলিগুড়িতে প্র্যাকটিস ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। কলকাতা লিগে নামার আগে শেষ রবিবার তাই সিসিএফসি-র বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলল ইস্টবেঙ্গল। যে ম্যাচ ৬-০ জিতে ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ মর্গ্যান বলে রাখলেন, ‘‘লিগ শুরুর আগে ছেলেদের দেখে নিলাম। দলের যে জায়গাগুলোয় মেরামত দরকার সামনের ক’দিন সেগুলো নিয়ে এ বার খাটব।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ০৪:৩১
Share: Save:

প্রাকৃতিক দুর্যোগে শিলিগুড়িতে প্র্যাকটিস ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। কলকাতা লিগে নামার আগে শেষ রবিবার তাই সিসিএফসি-র বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলল ইস্টবেঙ্গল।

যে ম্যাচ ৬-০ জিতে ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ মর্গ্যান বলে রাখলেন, ‘‘লিগ শুরুর আগে ছেলেদের দেখে নিলাম। দলের যে জায়গাগুলোয় মেরামত দরকার সামনের ক’দিন সেগুলো নিয়ে এ বার খাটব।’’

এ দিনের প্র্যাকটিস ম্যাচে মেহতাব, অর্ণব, ডং, ক্যালাম অ্যাঙ্গাসদের মতো সিনিয়ররা কেউ অবশ্য খেলেননি। দল সাজিয়েছিলেন ইস্টবেঙ্গল অ্যাকাডেমির অনূর্ধ্ব আঠারোর পাঁচ ফুটবলারের সঙ্গে সিনিয়র টিমের কয়েকজনকে নিয়ে। হাফডজন গোলের দু’টো লেফট ব্যাক রবার্টের। একটা করে সামাদ, দীপক সিংহ, বিকাশ জাইরু এবং অনূর্ধ্ব-১৮ বিদ্যাসাগরের।

এ দিকে আজ সোমবার ইস্টবেঙ্গল দিবস। সাজ সাজ রব লাল-হলুদ তাঁবুতে। সকাল দশটায় ক্লাব পতাকা উত্তোলনের পর প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন ভাস্কর গঙ্গোপাধ্যায়। যেখানে উপস্থিত থাকার কথা এ মরসুমের দলের কোচ-ফুটবলারদের। সন্ধে ছ’টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাত দিয়েই প্রকাশ করা হবে ক্লাবের ফার্স্ট ডে কভার। এ বার ভারত গৌরব হচ্ছেন মিলখা সিংহ। জীবনকৃতি সম্মান দেওয়া হবে দুই প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা এবং শ্যামল ঘোষকে।

মোহনবাগানে আবার রবিবার অনুশীলনে ছুটি ছিল। কলকাতা লিগে এ বার সবুজ-মেরুনে যেহেতু বেশির ভাগই নতুন ও নবীন মুখ তাই কোচ শঙ্করলাল চক্রবর্তী টিমকে আরও সংগঠিত করতে আরও একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারেন। সেই ম্যাচের প্রতিপক্ষ ঠিক হবে সোমবার।

সিএলটি টিটিতে: বিটিটিএ-র উদ্যোগে সদ্যসমাপ্ত সিএলটি টেূল টেনিসে ছেলেমেয়েদের মন্টেসরি থেকে সাব-জুনিয়র, বিভিন্ন ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হয়েছে অহনা সেনগুপ্ত, রুদ্রনীল ভৌমিক, অভিলাষা গুহ, দেবরীন মণ্ডল, অসীম রায়, পরিজাত দুয়ারি, সম্রিতা খান, অনুদেব দাস ও সোমদত্ত ঠাকুরিয়া।

অন্য বিষয়গুলি:

East Bengal Day Trevor James Morgan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE