Advertisement
০৫ নভেম্বর ২০২৪
কলকাতা প্রিমিয়ার লিগের ডার্বির প্রস্তুতি শুরু

সনিদের খেলা দেখেই উদ্বুদ্ধ হচ্ছেন ক্রোমা

সোমবারের ম্যাচে ক্রোমাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এবং মহমেডান দু’দলের কাছেই দশ গোল হজম করেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৫-১, মহমেডানের বিরুদ্ধে ৫-২। কিন্তু সে পরিসংখ্যান মনে করালেই হাঁ-হাঁ করে ওঠেন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী।

ত্রয়ী: পিয়ারলেস ম্যাচের মহড়ায় কিংগসলে, ক্রোমা ও কামো। রবিবার মোহনবাগান মাঠে। ছবি: সুদীপ্ত ভৌমিক।

ত্রয়ী: পিয়ারলেস ম্যাচের মহড়ায় কিংগসলে, ক্রোমা ও কামো। রবিবার মোহনবাগান মাঠে। ছবি: সুদীপ্ত ভৌমিক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৪:১৭
Share: Save:

অনুশীলন সেরেই হনহন করে ড্রেসিংরুমের দিকে হাঁটছিলেন তিনি। বৈদ্যুতিন সংবাদমাধ্যমের পরিচিত সাংবাদিক দেখেই থমকে দাঁড়ালেন মোহনবাগান ফরোয়ার্ড আনসুমানা ক্রোমা। তার পরেই সেই সাংবাদিকের কাছ থেকে চেয়ে বসলেন গত আই লিগে শিলিগুড়িতে মোহনবাগানের ডার্বি জয়ের সিডি!

সোমবার ঘরের মাঠে মোহনবাগানের প্রতিপক্ষ পিয়ারলেস। লিগ তালিকায় যারা রয়েছে প্রথম তিন দল ইস্টবেঙ্গল, মোহনবাগান, এবং মহমেডানের পরেই। কিন্তু তার আগের সকালে শিলিগুড়িতে শেষ ডার্বির সিডি চাইছেন কেন? জানতে চাইলেই মোহনবাগানের পাঁচ নম্বর বলে বসেন, ‘‘পিয়ারলেস ম্যাচের পর ওই সিডিতে সনি, আজহারদের পারফরম্যান্স বার বার দেখতে চাই। সেটাই ডার্বিতে আমাকে মাঠে নামার আগে ভাল খেলার প্রেরণা জোগাবে। যে কোনও মূল্যেই এ বার লিগ চাই আমাদের।’’

তা হলে পিয়ারলেস?

এ বার হাসেন ক্রোমা। বলে দেন, ‘‘ডার্বির আগে এই ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুধু জিতলেই হবে না। যত বেশি সম্ভব গোলে জিততে চাই আমরা। কারণ ইস্টবেঙ্গল গোলপার্থক্যে এগিয়ে। তা ছাড়া ওরা টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে খেলবে মঙ্গলবার। আমাদের ম্যাচের একদিন পরে। তাই যত বেশি গোলে পারা যায় জিততে হবে।’’

সোমবারের ম্যাচে ক্রোমাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এবং মহমেডান দু’দলের কাছেই দশ গোল হজম করেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৫-১, মহমেডানের বিরুদ্ধে ৫-২। কিন্তু সে পরিসংখ্যান মনে করালেই হাঁ-হাঁ করে ওঠেন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী। বলেন, ‘‘পিয়ারলেস এই লিগের অন্যতম শক্তিশালী দল। ইস্টবেঙ্গলকে কিন্তু ওরা সত্তর মিনিট পর্যন্ত ১-১ আটকে রেখেছিল। আর মহমেডানের বিরুদ্ধে প্রথমার্ধে কোনও গোল খায়নি। দু’টো ম্যাচই দেখেছি। ওদের মোটেই হাল্কা ভাবে নেওয়া যাবে না।’’

এখানেই না থেমে মোহনবাগান কোচ আরও বলেন, ‘‘রেনবো ম্যাচে ড্রয়ের পর আমাদের লক্ষ্য পরের তিনটি ম্যাচ জেতা। যার একটা হয়ে গিয়েছে। সোমবার পিয়ারলেসকে হারাতে হবে। তার পরের ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে মঙ্গলবার থেকে ভাবা যাবে।’’

সবুজ-মেরুন শিবিরের কোচকে মনে করিয়ে দেওয়া হয়, ক্রোমার গোল বাড়িয়ে নেওয়ার চিন্তাভাবনার কথা। যা শুনে শঙ্করলাল বলছেন, ‘‘এক গোলে জিতলেই চলবে। মোদ্দা কথাটা তো হল—ডার্বি যার লিগ তার। এক গোলে ম্যাচ জিতলেও চলবে।’’

পিয়ারলেসের বিরুদ্ধে কার্ড সমস্যায় মোহনবাগান পাচ্ছে না রক্ষণের বিশ্বস্ত ফুটবলার কিংশুক দেবনাথকে। তার জায়গায় পিয়ারলেসের বিরুদ্ধে এ ম্যাচে খেলতে পারেন বিক্রমজিৎ সিংহ। এ ছাড়াও চোট রয়েছে, আজহার এবং শিল্টন ডি’সিলভারও। কিন্তু মোহনবাগান শিবির সূত্রে খবর, এদের খেলার সম্ভাবনা রয়েছে। তবে মোহনবাগান কোচের চিন্তা অন্য কারণে। একটি করে হলুদ কার্ড রয়েছে কামো, ক্রোমা এবং লেফটব্যাক রিকি-র। সোমবার ফের হলুদ কার্ড দেখলে এই তিন জনের মধ্যে কাউকে বসতে হতে পারে। তাই বিপক্ষের কোনও প্ররোচনায় মাথা গরম না করতে বলা হয়েছে তাদের।

পাঁচ ম্যাচে পিয়ারলেসের পয়েন্ট নয়। সাদার্ন দল তুলে নেওয়ায় আরও তিন পয়েন্ট তাদের দিকেই যাবে বলে আশাবাদী কোচ ফুজা তোপে। তাঁর টিমে কোনও কার্ড সমস্যা নেই। ডোডোস, ত্যুরে, ফ্রান্সিসদের সঙ্গেই মোহনবাগান ম্যাচ জিততে মরিয়া বড় দল ফেরত রহিমন নবি, সুখবিন্দর সিংহরা। ফুজা তোপে বলছেন, ‘‘ইস্টবেঙ্গল এবং মহমেডান ম্যাচে সমস্যা হয়েছিল মাঝমাঠে। সেই ভুলগুলো শুধরে নেওয়া গিয়েছে। মোহনবাগানকে তিন পয়েন্ট পেতে গেলে কঠিন লড়াই করতে হবে।’’

ক্রোমা যদিও এই কঠিন লড়াইয়ের আগে ডুব দিয়েছেন ডার্বিতে। বলছেন, ‘‘পিয়ারলেস ম্যাচ জেতার জন্য নিজেকে নিংড়ে দেব। কিন্তু শনিবার দেখলাম মহমেডানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ডিফেন্স বেশ নড়বড় করছিল। সেই জায়গাগুলো দেখে রেখেছি। ডার্বিতে সেই জায়গাগুলোতেই আক্রমণ করতে হবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE