সিএবি লিগে এখন রানের ছড়াছড়ি। সেঞ্চুরি ছেড়ে দেওয়া যাক। এক-এক দিনে একাধিক ডাবল সেঞ্চুরি পর্যন্ত হয়ে যাচ্ছে।
শনিবার তেমনই এক দিন। যে দিন একটা নয়, একসঙ্গে দু’টো ডাবল সেঞ্চুরি হয়ে গেল। পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে প্রথম ইনিংসে বিশাল ৫৬৮-৬ (ডি:) তুলল আনন্দবাজার স্পোর্টস ক্লাব। ভুবনেশ্বর থেকে আসা বিভু দত্ত পণ্ডার ডাবল সেঞ্চুরির সৌজন্যে। মাত্র ১৮১ বলে ২০১ রান করে যান বিভু। জবাবে পশ্চিমবঙ্গ পুলিশের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২১৭ রানে। জয়ের নায়ক বিভু। যিনি ছ’বছর আগে কলকাতার ক্লাব ক্রিকেটে খেলে গেলেও পরে নিজের শহরে ফিরে যান। অ্যান্ড্রু ফ্লিনটফের ভক্ত এই অলরাউন্ডার ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস করলেও এখন হাঁটুর চোটের জন্য সেটা করতে পারছেন না। তাই ব্যাটিংয়ে আরও মনোনিবেশ করতে পারছেন। আর তারই ফল এই ডাবল সেঞ্চুরি বলে মনে করেন তিনি।
অন্য ম্যাচে ঐক্য সম্মিলনীর শুভঙ্কর বল ২৯০ বলে ২৪৯ করে জয়ের নায়ক হয়ে ওঠেন। শুভঙ্করের ডাবল সেঞ্চুরির দৌলতে ঐক্য প্রথম ইনিংসে তোলে ৪৬৮-৭। অনূর্ধ্ব ২৩ বাংলা দলের হয়ে খেলা এই উইকেটকিপার-ব্যাটসম্যানের প্রিয় ক্রিকেটারদের তালিকায় অবশ্য মহেন্দ্র সিংহ ধোনি নেই। বরং অ্যাডাম গিলক্রিস্ট রয়েছেন। আর আছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভিডিওকন স্কুল অব ক্রিকেটের ছাত্র শুভঙ্কর ডাবল সেঞ্চুরির পর জানালেন, ‘‘এই মুহূর্তে বাংলার রঞ্জি ট্রফি দলে সুযোগ পাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় লক্ষ্য।’’ রঞ্জি ট্রফি খেলতে চাইলেও নর্দার্ন অ্যাভিনিউয়ের এই বাসিন্দার প্রিয় ফর্ম্যাট কিন্তু ওয়ান ডে। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে তালতলা প্রথম ইনিংসে ১৬৭-৭।
আগের ম্যাচে যারা বিপক্ষকে ছ’ওভারে অল আউট করে দিয়েছিল, সেই ভবানীপুর এ দিন এরিয়ানের ২৩৮ রানের জবাবে ১৯২ রানে অল আউট হয়ে যায়। অমিত বন্দ্যোপাধ্যায় ছ’উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে এরিয়ান ৫২ ওভারে দিনের শেষে ১৫৮-৪ তুলেছে। অন্য আর এক ম্যাচে জর্জ টেলিগ্রাফের ৪৪৮-৯-এর জবাবে বিএনআর ১৩৭ রানে অল আউট হয়ে যায়। জর্জের প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় সাত উইকেট নেন ৪৬ রান দিয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy