১৯৮৬-র বিশ্বকাপ ফুটবল। অনেক ঘটনা এই বিশ্বকাপকে ইতিহাসের পাতায় তুললেও ‘হ্যান্ড অফ গড’ দিয়ে যেন এক ডাকেই আলাদা ভাবে চেনা যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্তিনার দিয়েগো মারাদোনার সেই বিশেষ গোলটিকে মাঠে দাঁড়িয়ে স্বীকৃতি দিয়েছিলেন রেফারি আলি বেনাকিউর। তিনি এখন ৭১-এর বৃদ্ধ। অনেক দিন পর আবার তাঁর সঙ্গে দেখা হল ফুটবল রাজপুত্রের। যিনি কার্যত তাঁর দৌলতেই ‘হ্যান্ড অফ গড’-এর মালিক— দিয়েগো মারাদোনা।
চলতি সপ্তাহে তিউনিশিয়ায় মারাদোনা-আলির দেখা হয়। দেখা হতেই আলিকে জড়িয়ে ধরেন মারাদোনা। ভালবাসার চুমু এঁকে দেন তাঁর হাতে। মুহূর্তে ফিরে আসে ইতিহাস। দু’জনেই এক লহমায় যেন সে দিনের মাঠের উত্তাপের আঁচে গা সেঁকে নেন। পরে মারাদোনা সেই ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। সোশ্যাল সাইটে লেখেন, ‘এই উইকেন্ডে তিউনিশিয়া গিয়েছিলাম। সেখানে আলি বেনাকিউরের সঙ্গে পুনর্মিলন হল। ১৯৮৬-র বিশ্বকাপ ফুটবলে ইংল্যন্ডের বিরুদ্ধে ম্যাচে রেফারি ছিল আলি।’
মারাদোনা আলিকে উপহার হিসাবে দেন একটি আর্জেন্তিনার শার্ট। আর আলি মারাদোনার হাতে তুলে দেন সেই বিতর্কিত ম্যাচের ছবি। বছর তিরিশ পর তিউনিশিয়ার এক পড়ন্ত বিকেল মিলিয়ে দিল দুই প্রাণের বন্ধুকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy