এই মুখোশ পড়েই মাঠে নেমেছিলেন কোস্তা। -এএফপি
ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাকের হাড় ভেঙেছিল গত মাসে দিয়েগো কোস্তার। চেলসি স্ট্রাইকার চোটের জায়গায় বড় আঘাত সামলাতে এর পর মুখোশ পড়ে মাঠে নেমেছিলেন। যে বিশেষ মুখোশ তৈরি করতে তাঁকে যেতে হয়েছিল মিলানে। কিন্তু মুখোশ পড়া সেই ফ্রেম দিয়েই যে চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিপক্ষ শিবির আঘাত হানবে কে জানত!
বুধবার ঘরের মাঠে প্যারিস সাঁ জাঁর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠার লড়াই চেলসির। যে যুদ্ধের প্রথম পর্বে খুশ হিডিঙ্কের দল ১-২ পিছিয়ে। তাই ঘরের মাঠে বুধবার ফর্মে থাকা ইব্রাহিমোভিচদের হারানোর বড় চ্যালেঞ্জ উইলিয়ানদের। তার আগে সাঁ জাঁর সরকারি টুইটারে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। যা নিয়ে প্রবল বিতর্ক ছড়িয়েছে। ভিডিওটিতে ব্যাটম্যান থেকে জোরো, স্পাইডারম্যান থেকে ডার্থ ভেডারের মতো মুখোশ পড়া জনপ্রিয় সিনেমার চরিত্র রয়েছে। আছে মুখোশ পড়া কোস্তার ছবিও। সঙ্গে লেখা ‘নায়ককে চিনতে পেরেছেন? এ বার জোচ্চোরকে চিনে নিন।’ ধরে নেওয়া হচ্ছে কোস্তাকে ইঙ্গিত করেই বলা হয়েছে কথাটা।
চোটের জন্য শনিবার প্রিমিয়ার লিগে স্টোক সিটির বিরুদ্ধে ম্যাচে ছিলেন না কোস্তা। মঙ্গলবার সকালে অবশ্য তিনি দলের প্র্যাকটিসে ফিরেছেন। হিডিঙ্ক দায়িত্ব নেওয়ার পর থেকে ১৪ ম্যাচে ১০ গোল করে ফেলেছেন স্প্যানিশ তারকা। যদিও চ্যাম্পিয়ন্স লিগে তাঁর গোলখরা এখনও কাটেনি। ২৭ বছর বয়সি স্ট্রাইকার চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৪ ম্যাচে মাত্র একটি গোল করছেন। তাও গত সেপ্টেম্বরে। স্ট্যামফোর্ড ব্রিজে সাঁ জাঁর চ্যালেঞ্জ সামলাতে তাই বুধবার তাঁর পারফরম্যান্সের উপর অনেক কিছু নির্ভর করছে। সেটা আন্দাজ করেই কি আগাম মাঠের বাইরের যুদ্ধে কোস্তাকে ঘায়েল করতে চাইছে সাঁ জাঁ? তাই টুইট বোমা? এমনটাই মনে করা হচ্ছে।
ডিসেম্বরে জোসে মোরিনহোর জায়গায় হিডিঙ্ক অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে চেলসি এখনও পর্যন্ত দু’সপ্তাহ আগে সাঁ জাঁ ম্যাচই যা হেরেছে। তাই বুধবার ইব্রাদের হারিয়ে শেষ আটে উঠে হিডিঙ্ককে বিদায়ী উপহার দিতে চান উইলিয়ানরা। ব্রাজিলের তারকা মনে করেন বুধবারের জিতলে দল ফাইনালেও উঠতে পারে । ‘‘চেলসির জার্সিতে ট্রফি জেতার চাপটা সব সময়ই থাকে। আশা করছি আমরা হিডিঙ্ককে একটা ট্রফি উপহার দিতে পারব। সেটা পারলে দারুণ ব্যপার হবে। তাই সাঁ জাঁ ম্যাচে সেরাটা উজাড় করে দিতে সবাই মুখিয়ে রয়েছি,’’ বলেন উইলিয়ান। সঙ্গে তিনি যোগ করেন, ‘‘জানি কাজটা সোজা নয়। প্রচুর ভাল দল রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। তাই আমরা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি।’’
বুধবার ঘরের মাঠের সুবিধে বড় ভূমিকা নিতে পারে বলেও মনে করেন উইলিয়ান, ‘‘ম্যাচটা কঠিন। জিততে হলে আমাদের দক্ষতা কোন পর্যায়ের সেটা দেখাতে হবে। তবে ঘরের মাঠে খেলায় আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকার সুবিধেটাও রয়েছে। তাই ফের বলছি চ্যলেঞ্জটা কঠিন হলেও আমরা জিততে পারি বিশ্বাসটা রয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy