হাতের আঙুলে গুরুতর চোট। তবে সেই চোটকে মোটেও পাত্তা দিচ্ছেন না দিল্লি ডায়নামোসের কোচ এবং মার্কি ফুটবলার রবের্তো কার্লোস। আইএসএলের ম্যাচ খেলতে তিনি রীতিমতো তেতে রয়েছেন। সোমবার দিল্লিতে সাংবাদিকদের আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিয়েছেন, ‘‘আমার চোট হাতে। পায়ে নয়। তাই খেলতে সমস্যা কোথায়! কোচ এবং ফুটবলার— দু’টো ভূমিকাতেই নিজের সেরাটা দিতে চাই।’’
তবে আইএসএল খেলে শুধুমাত্র টাকা রোজগার করা নয়, ব্রাজিলের তারকা ফুটবলারের লক্ষ্য ভারতীয় ফুটবলের উন্নতি সাধন! তাঁর জন্য কার্লোস আইএসএলের চুক্তিপত্রের বাইরে বেরিয়েও কাজ করতে মানসিক ভাবে তৈরি। বলছিলেন, ‘‘শুধু আইএসএলে অংশ নেওয়াই নয়। ভারতীয় ফুটবলের উন্নতি করাও আমার লক্ষ্য। আর তার জন্য প্রয়োজনে আইএলের চুক্তিপত্রের বাইরে বেরিয়েও কাজ করব।’’ আইএসএল-টু-তে কার্লোসকে ধরে মোট ১৮ জন ব্রাজিলিয়ান ফুটবলার রয়েছে আটটা টিমে। কার্লোসের দাবি, ‘‘আমরা ব্রাজিলিয়ান ফুটবলাররা চাই, এই টুর্নামেন্ট থেকে ভারতের জাতীয় দল যেন নানা ভাবে উপকৃত হয়। ভারতীয় ফুটবলের উন্নতির জন্যও আমরা ব্রাজিলিয়ানরা কাজ করতে আগ্রহী। দু’ তিন বছরের মধ্যে সবাই ভারতীয় ফুটবলের এমন বিবর্তন দেখবে, যা আগে কখনও ঘটেনি।’’
টানা চোদ্দো বছর ব্রাজিলের জাতীয় দলে খেলা এই লেফট ব্যাকের সামনে এ বার নতুন চ্যালেঞ্জ। কোচ এবং ফুটবলার হিসেবে একসঙ্গে দুটো দায়িত্ব সামলানো। তবে নতুন এই চ্যালেঞ্জকে চাপ না বলে বরং উপভোগ করছেন ৪২ বছরের কার্লোস। তিনি বলে দিয়েছেন, ‘‘কোচ এবং ফুটবলারের দায়িত্ব পাওয়াটা নিঃসন্দেহে চ্যালেঞ্জের। আর এটা আমি উপভোগই করছি। তবে আমার লক্ষ্য থাকবে, ফুটবলারদের মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভাবনাটা গেঁথে দেওয়া।’’
রবের্তো কার্লোস ছাড়াও দিল্লি ডায়নামোস টিমে রয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুলে খেলা জন আর্নে রিজা এবং চেলসিতে খেলা ফ্লোরেন্ট মালুদা। ওয়েস্ট ব্রমউইচের স্ট্রাইকার আদিল নবির মতো বিদেশি ফুটবলাররা। এ ছাড়াও রবিন সিংহ, আনাস, শৌভিক চক্রবর্তী, তুলুঙ্গাদের মতো ভারতের অভিজ্ঞ ফুটবলারদের নিয়েও আশাবাদী কার্লোস। প্রথম আইএসএলে পঞ্চম স্থানে শেষ করেছিল দিল্লি ডায়নামোস। এ বছর কার্লোস ব্রিগেডের পাখির চোখ, চ্যাম্পিয়ন হওয়া। দিল্লি থেকে ফোনে শৌভিক চক্রবর্তী বলছিলেন, ‘‘রবের্তো কার্লোস যেমন বড় মাপের ফুটবলার, তেমনই বড় মনেরও। কোচ আমাদের বলে দিয়েছেন, চ্যাম্পিয়ন হতেই হবে। তবে ম্যাচ ধরে ধরে এগোতে চান তিনি। আমাদের প্রথম লক্ষ্য থাকবে প্লে অফে জায়গা করে নেওয়া।’’ দিল্লির প্রথম ম্যাচ ৪ অক্টোবর এফসি গোয়ার বিরুদ্ধে ফতোরদার নেহরু স্টেডিয়ামে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy