ভারোত্তলনে দ্বিতীয় সোনা পেলেন চানু। ছবি: রয়টার্স।
কমনওয়েলথে আরও একটা সোনা ভারতের। এ বারও সেই ভারোত্তলনের জয়জয়কার।
মীরাবাই চানুর পর এ বার সঞ্জিতা চানুর হাত ধরে সোনা উঠে এল ভারতের ঘরে। শুক্রবার মহিলাদের ৫৩ কেজি বিভাগে পাপুয়া নিউ গিনির লোয়া ডিকা তুয়াকে হারিয়ে স্বর্ণপদক জেতেন সঞ্জিতা।
বেশ কাঁটায় কাঁটায় লড়াই হয় এ দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তুয়া ও কানাডার র্যাচেল লেব্লঁ। সঞ্জিতা মোট ১৯২ কেজি তুলেছিলেন। সেখানে তুয়া ১৮২ কেজি তুলে দ্বিতীয় স্থান এবং ১৮১ কেজি তুলে তৃতীয় স্থান দখল করেন লেব্লঁ।
আরও পড়ুন: সোনা জিতে মেরি দিদির কথা মনে পড়ছিল চানুর
আরও পড়ুন: প্রথম দিনে দুই পদক, এগোচ্ছেন সাইনারা
স্ন্যাচ ও জার্কিং দুই পর্যায়েই সঞ্জিতার পারফরম্যান্স ছিল যথেষ্ট উল্লেখযোগ্য। স্ন্যাচ পর্যায়ের তৃতীয় বার লিফ্টিংয়ে ৮৪ কেজি তুলে নিজেরই কমনওয়েলথ রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। অন্য দিকে, ক্লিন অ্যান্ড জার্ক পর্যায়েও শুরুটা ভালই করেছিলেন। প্রথম বারের চেষ্টাতেই ১০৪ কেজি, দ্বিতীয় বারে ১০৮ কেজি লিফ্ট করেন। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে একটু নার্ভাসই হয়ে পড়েছিলেন। তবে নার্ভের চাপকে দমিয়েই সোনা জিতে নেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy