বিরাট আয়!
আগামী অক্টোবর থেকে বিরাট কোহালিদের বেতন বেড়ে দ্বিগুণ হবে। বাড়ছে ক্রিকেটের তিন ফর্ম্যাটের ম্যাচ ফিও। আইপিএল বা বিজ্ঞাপন থেকে ক্রিকেটাররা যে আয় করেন, তার পরিমাণও কিন্তু কম নয়।
বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, টেস্টে ১৫ লক্ষ, ওয়ানডে-তে ৬ লক্ষ এবং টি২০-তে ৩ লক্ষ টাকা করে পাবেন প্রত্যেক ক্রিকেটার। অর্থাত্ মাথা পিছু প্রত্যেকে প্রতিদিন ৩ লক্ষ টাকা করে পাবেন একটা টেস্ট খেললে। ভারতীয় ক্রিকেটারদের এই বিপুল আয় কি প্রথম থেকেই? তা কিন্তু নয়। প্রায় তিন-চার দশক আগে ছবিটা ছিল একেবারে আলাদা। একটা টেস্ট খেলে কত বেতন পেতেন সে সময়ের ক্রিকেটাররা? তার উত্তর দিলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার।
আরও পড়ুন- বোর্ডের সঙ্গে নতুন চুক্তিতে কোহালি, ধোনিদের কত বেতন হল জানেন?
এ বছর ৮ মার্চ বেঙ্গালুরুতে হয়ে গেল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই সঙ্গে সে দিন পঞ্চম মনসুর আলি খান পটৌডি আলোচনা সভাও আয়োজিত হয়েছিল। পটৌদির স্মৃতিচারণা করতে গিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার নানা অভিজ্ঞতা শেয়ার করেন। সে সময় ক্রিকেটারদের আয় প্রসঙ্গে ফারুক বলেন, “টেস্টে আমরা প্রতি দিন ৫০ টাকা করে পেতাম। শুনতে পাচ্ছ বিরাট, পাঁচ দিন টেস্ট চললে আমাদের পকেটে আসত মাত্র ২৫০ টাকা। আমরা ক্রিকেটটা খেলতাম ভীষণ ভালবেসে এবং দেশের জন্য।” সে সময় ক্রিকেটারদের জীবনে ২৫০ টাকা কতটা গুরুত্বপূর্ণ, তার একটি উদাহরণ দেন ফারুখ, “শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্টে আমি এবং গাওস্কর চার দিনে ম্যাচ শেষ করে দিয়েছিলাম। তাতে ড্রেসিং রুমে হইচই পড়ে যায়।” পাঁচ দিন ম্যাচ টানতে না পারার জন্য সতীর্থদের রোষের শিকারও হতে হয়েছিল বলে দাবি করেন তিনি। ৫০ টাকা ক্ষতিটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তাঁরা। এই গল্প শুনে হলের সবাই সে দিন হেসেছিল। কোহালিও চাওড়া হাসি দেন।
দেখুন ফারুখ ইঞ্জিনিয়ারের বক্তব্যের সেই ভিডিও
VIDEO: Farokh Engineer delivers the 5th MAK Pataudi Memorial Lecture https://t.co/8uDJOA6K3x #NAMAN #BCCIawards
— BCCI (@BCCI) March 8, 2017
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy