ব্যাটারদের দিকে উঠছেন আঙুল। ছবি পিটিআই
মহিলা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেছিলেন স্মৃতি মন্ধানা। শতরান পেয়েছিলেন হরমনপ্রীত কৌরও। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁরা ব্যর্থ। হারের জন্য উপরের সারির ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করলেন ভারতের অধিনায়ক মিতালি রাজ এবং বোলার ঝুলন গোস্বামী। তবে দু’জনেরই আশা, শীঘ্রই ভুল শোধরাতে পারবেন।
ইংল্যান্ডের কাছে হারের পর মিতালি বলেছেন, “যে রকম চেয়েছিলাম, পিচ তেমনই ছিল। তা-ও উপরের সারির ব্যাটাররা জুটি গড়তে পারেনি। দুশোর বেশি তুলতে পারলে ম্যাচের ফল অন্য রকম হত। ফিল্ডিং ভাল হচ্ছে। কিন্তু ব্যাটিং এখনও চিন্তায় রেখেছে আমাদের।” স্মৃতি ছন্দে থাকলেও আর এক ওপেনার যস্তিকা ভাটিয়া বা মিতালি নিজেও কিন্তু বড় রান পাননি শেষ তিন ম্যাচে।
সাংবাদিক বৈঠকে এসে ঝুলনও বলে যান, “সত্যি বলতে, আমাদের উপরের সারির ব্যাটাররা এখনও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। পরিকল্পনা কাজে লাগাতে পারছি না আমরা। তবে অতীতে ওরা ভাল খেলেছে। আশা করি আগামিদিনে ওদের থেকে বড় ইনিংস পাব।”
কী ভাবে ব্যাটিং ধস আটকানো যায়, তার কোনও উপায় বাতলাতে পারেননি ঝুলন। তবে তাঁর মতে, “এটা একটা প্রক্রিয়া। কোনও দিন উপরের সারির ব্যাটাররা খেলতে পারবে না। কোনও দিন মাঝের সারির ব্যাটাররা খেলতে পারবে না। বোলিংয়ের ক্ষেত্রেও একই ব্যাপার। কোনও বোলার এক দিন ভাল খেলতে না-ই পারে। সে দিন বাকিদের উচিত এগিয়ে আসা। তবে আমরা রোজই শিখছি। রোজই নতুন ভুল শোধরানোর চেষ্টা করছি। আশা করি শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে পারব।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy