অধিনায়কোচিত ইনিংস খেলেছেন পাকিস্তানের বাবর আজম। তাঁর ১৯৬ রানের দাপটে ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া। কঠিন পরিস্থিতিতে সোজা, সাবলীল ব্যাটে খেলেছেন বাবর। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি।
বাবরের ১৯৬ রানের দাপটে ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ছবি: পিটিআই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অধিনায়কোচিত ইনিংস খেলেছেন পাকিস্তানের বাবর আজম। তাঁর ১৯৬ রানের দাপটে ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া। কঠিন পরিস্থিতিতে সোজা, সাবলীল ব্যাটে খেলেছেন বাবর। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। বাবরকে সাহায্য করেছেন উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান। করাচিতে তাঁর ইনিংসকে অন্যতম সেরা বললেন বাবর। সেই সঙ্গে সতীর্থদেরও প্রশংসা করেছেন তিনি।
ম্যাচ শেষে বাবর বলেন, ‘‘এই প্রশংসা দলের প্রাপ্য। যে ভাবে সবাই নিজের সেরাটা দিয়েছে তাতে অধিনায়ক হিসেবে আমি গর্বিত। কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেললাম আমি। আমার ইনিংস দলের কাজে লেগেছে বলে বেশি ভাল লাগছে।’’
Babar Azam leads the list of highest scores made by captains in 4th innings. #BoysReadyHain l #PAKvAUS pic.twitter.com/xNQ3W3Tobu
— Pakistan Cricket (@TheRealPCB) March 16, 2022
পাকিস্তানকে ৫০৬ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। প্রায় দু’দিন ব্যাট করতে হত পাকিস্তানকে। এই অবস্থায় কী পরিকল্পনা করে তাঁরা ব্যাট করতে নেমেছিলেন তা জানিয়েছেন বাবর। তিনি বলেন, ‘‘দ্বিতীয় ইনিংসে সবাই নিজেদের ১০০ শতাংশ দিয়েছে। নিজেদের উপর বিশ্বাস ছিল। আমরা একটা করে সেশন ধরে এগচ্ছিলাম। কখনওই বেশি দূরের কথা ভাবিনি। জুটি গড়ার চেষ্টা করছিলাম। সেটা কাজে লেগেছে।’’
রিজওয়ানের সঙ্গে তাঁর জুটি আরও একটু হলে জয়ের লক্ষ্যে তাঁরা ঝাঁপাতেন বলে জানিয়েছেন বাবর। তিনি বলেন, ‘‘আমার ও রিজওয়ানের জুটিটা আরও একটু ভাল হলে আমরা জয়ের জন্য খেলতাম। কিন্তু আমি আউট হওয়ার পরে পর পর দু’উইকেট পড়ে গেল। তাই বাধ্য হয়ে ড্রয়ের কথা ভাবতে হল। রিজওয়ান এক দিকে ছিল বলে আমি নিশ্চিন্তে ছিলাম। কঠিন পরিস্থিতিতে ও দুরন্ত শতরান করেছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy