জাতীয় দলের জার্সিতে একসঙ্গে ফাইল চিত্র।
যুবরাজ সিংহের ৪০ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলী। তবে কিছুটা অন্য ভাবে। যুবরাজের সঙ্গে কাটানো তাঁর বেশ কিছু মুহূর্তের কথা তুলে ধরলেন কোহলী।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তায় যুবরাজকে শুভেচ্ছা জানান কোহলী। সেখানে তিনি বলেন, ‘‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলে আমি দলে এসেছিলাম। আমাকে সব থেকে ভাল ভাবে স্বাগত জানিয়েছিল যুবরাজ। আমরা দু’জনেই পঞ্জাবি। তাই পঞ্জাবি গান, পঞ্জাবি খাবার পছন্দ করতাম। একই ধরনের জামা-কাপড় পরতে পছন্দ করতাম। খেলার মধ্যে এক সঙ্গে কেনা-কাটা করতেও বার হতাম আমরা।’’
এর পরেই শ্রীলঙ্কা সফরে গিয়ে একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন কোহলী। তিনি বলেন, ‘‘আমরা ডাম্বুলায় ছিলাম। রাত ৩টে-সাড়ে ৩টে নাগাদ হঠাৎ যুবরাজ বলল, আমরা সাইকেল চালিয়ে কলম্বো যাব। হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়েছিলাম। দু’দিন পরেই আমাদের ম্যাচ ছিল। সেই সময় এই রকমের চিন্তা কারও আসতে পারে, ভাবতে পারিনি।’’
জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে কোহলী বলেন, ‘‘শুভ জন্মদিন যুবরাজ। শুভেচ্ছা রইল। আশা করি তোমার জীবনে শান্তি, আনন্দ ও সমৃদ্ধি আসুক। এ ভাবেই হাসি মুখে জীবন কাটাও।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy