Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
BCCI

হাজার কোটির বোর্ডে আরও কয়েক হাজার কোটি! তিন বছরে কত ঢুকেছে ক্রিকেট বোর্ডের সিন্দুকে?

বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়ে দিয়েছেন, গত তিন বছরে বোর্ডের কোষাগার ফুলেফেঁপে উঠেছে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড আরও ধনী হয়েছে।

বোর্ডের কোষাগার আরও ভরল।

বোর্ডের কোষাগার আরও ভরল। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১০:২৬
Share: Save:

নতুন বোর্ড সভাপতি হওয়ার পরেই একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন রজার বিন্নী। সেগুলি রূপায়িত করতে কোনও আর্থিক বাধা থাকার কথা নয়। বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়ে দিয়েছেন, গত তিন বছরে বোর্ডের কোষাগার ফুলেফেঁপে উঠেছে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড আরও ধনী হয়েছে।

মঙ্গলবার বোর্ডের সাধারণ সভার শেষে ধুমল বাকি সদস্যদের জানান, গত তিন বছরে বোর্ডের কোষাগারে ঢুকেছে ৬০০০ কোটি টাকা। ২০১৯-এ সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন বোর্ডের কোষাগারে ছিল ৩৬৪৮ কোটি টাকা। সেটাই এখন বেড়ে দাঁড়িয়েছে ৯৬২৯ কোটি টাকায়। ধুমল লিখেছেন, “এই আয় যুগান্তকারী। কারণ, রাজ্য সংস্থাগুলির বরাদ্দ অর্থের পরিমাণ পাঁচ গুণ বেড়েছে। ৬৮০ কোটি টাকা থেকে তা বেড়ে হয়েছে ৩২৯৫ কোটি টাকা। তার পরেও বোর্ডের কোষাগারে এত টাকা রয়েছে।”

আগামী দিনে এই অর্থ আরও বাড়বে বলে জানিয়েছেন ধুমল। আইপিএলের সম্প্রচার স্বত্ব বাবদ পাঁচ বছরে ৪৮,৩৯০ কোটি টাকা পাবে বোর্ড। পাশাপাশি দু’টি নতুন আইপিএল দল আসায় ১২,৭১৫ কোটি টাকা লাভ হয়েছে বোর্ডের। গত অর্থবর্ষে এই দু’টিই সবচেয়ে বেশি লাভজনক বলে চিহ্নিত করেছেন ধুমল।

বোর্ডের নয়া আইপিএল চেয়ারম্যান এটাও জানিয়েছেন, মুম্বইয়ের আয়কর দফতরকে আবেদন করে কর ছাড়ের ব্যাপারেও সুরাহা মিলেছে।

অন্য বিষয়গুলি:

BCCI Arun dhumal Jay Shah Roger Binny BCCI president
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy