Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Ravindra Jadeja

Shaheen Afridi: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে স্পিন বল করবেন শাহিন আফ্রিদি!

রাওয়ালপিণ্ডি টেস্টে আফ্রিদি এক মাত্র বোলার যিনি একটির বেশি উইকেট নিয়েছেন। মার্নাস লাবুশানে এবং মিচেল স্টার্ককে ফিরিয় দেন আফ্রিদি। অন্য দিকে জাডেজা ১৭৫ রান করেন এবং ৯টি উইকেট নেন। সেই ম্যাচের পর অলরাউন্ডার হিসাবে টেস্টে এক নম্বরে উঠে আসেন জাডেজা।

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ১৯:২২
Share: Save:

পেস আক্রমণ ছেড়ে স্পিনে মন দিলেন শাহিন আফ্রিদি! করাচি টেস্টের আগে পাকিস্তানের অনুশীলনে স্পিন বোলিং অভ্যেস করছেন তিনি। তাঁর বোলিংয়ের ধরনের সঙ্গে নেটাগরিকরা মিল খুঁজে পেলেন রবীন্দ্র জাডেজার সঙ্গে।

টুইটারে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে আফ্রিদি স্পিন বোলিং করছেন। তাঁর বল করার ধরনের সঙ্গে বেশ মিল রয়েছে ভারতের জাডেজার। দু’জনেই বাঁহাতি হওয়ায় সেই মিল বেশি করে ধরা পড়ছে। একজন লিখেছেন, ‘মনে হয় মোহালি থেকে জাডেজা বেঙ্গালুরু যাওয়ার বদলে করাচি চলে গিয়েছেন।’ এক ভক্ত লেখেন, ‘যদি আলো কম থাকে আর পেসারদের বল করতে না দেওয়া হয়, তা হলে আফ্রিদি বল করতে পারে।’

রাওয়ালপিণ্ডি টেস্টে আফ্রিদি এক মাত্র বোলার যিনি একটির বেশি উইকেট নিয়েছেন। মার্নাস লাবুশানে এবং মিচেল স্টার্ককে ফিরিয় দেন আফ্রিদি। অন্য দিকে জাডেজা ১৭৫ রান করেন এবং ৯টি উইকেট নেন। সেই ম্যাচের পর অলরাউন্ডার হিসাবে টেস্টে এক নম্বরে উঠে আসেন জাডেজা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE