নাসের আল খেলাইফি। ছবি: টুইটার থেকে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে দল হারতেই ক্ষেপে লাল প্যারিস সঁ জঁ সভাপতি নাসের আল খেলাইফি। সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় খেলা শেষ হওয়ার পর তিনি চড়াও হলেন স্টেডিয়ামে রেফারিদের ঘরে।
রিয়াল মাদ্রিদের কাছে হেরে ইউরোপ সেরা হওয়ার লড়াই থেকে ছিটকে গিয়েছে ফ্রান্সের ক্লাবটি। প্রথম লেগে জিতে থাকা সত্ত্বেও প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হওয়ায় হতাশ মেসি, নেমার, এমবাপেরা। তার মধ্যে এমন ঘটনা পিএসজি-র জন্য ভাল বিজ্ঞাপন নয় বলেই মনে করছেন সমালোচকরা।
রেফারিদের একাধিক সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন সঁ জঁ সভাপতি। দল হারতেই আর মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। স্টেডিয়ামের বক্স থেকে সোজা চলে যান রেফারিদের জন্য নির্দিষ্ট ঘরে। সেখানে নিজের ক্ষোভ প্রকাশ করেন রেফারিদের উদ্দেশে। আল খেলাইফির দাবি, প্রথম গোলটির ঠিক আগে বেঞ্জেমা তাঁর দলের গোলরক্ষককে ফাউল করেন। রেফারি দেখেও খেলা থামাননি। ফলে সহজেই গোল করেন রিয়াল স্ট্রাইকার। এই গোলই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। না হলে, তাঁর দল প্রতিযোগিতার শেষ আটে জায়গা করে নিত।
অভিযোগ, সে সময় আল খেলাইফি রেফারিদের সঙ্গে দুর্ব্যবহার করা ছাড়াও ভাঙচুর করেছেন। নিজের রিপোর্টে সে কথা উল্লেখও করেছেন খেলার রেফারি। তিনি অবশ্য ঘরে ঢুকতে পারেননি। ঘরের বাইরে থেকেই চিৎকার করতে থাকেন। সে সময় রেফারিরা তাঁকে সেখান চলে যেতে অনুরোধ করলে আল খেলাইফি় সেখানে রাখা এক সহকারি রেফারির জিনিসপত্রে আঘাত করেন। তাতে একটি জিনিস ভেঙে গিয়েছে।
আল খেলাইফির অভিযোগের সঙ্গে সহমত সঁ জঁ শিবিরও। কোচ লিওনার্দো বলেছেন, ‘‘ওই সিদ্ধান্তটা সঠিক ছিল না। পরিষ্কার দেখা গিয়েছে বেঞ্জেমা ফাউল করেছে। অথচ রেফারি ভার-এর সাহায্যও নিলেন না। হারের জন্য অজুহাত দিতে চাই না। কোথায় কোথায় উন্নতি দরকার, তা আমরা খতিয়ে দেখব এবং চেষ্টা করব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy