মহা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে লখনউ তাঁকে কেনার পর ঋষভ পন্থের ব্যাট শুধু হতাশই করছিল। অবশেষে ব্যাটে রান ফিরে পেলেন তিনি। অধিনায়কের অর্ধশতরানে ভর করে মন্থর পিচে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৬৬/৭ তুলল লখনউ। ব্যর্থ হলেন মিচেল মার্শ, নিকোলাস পুরানেরা। এটাই এ বারের আইপিএলে লখনউয়ের সবচেয়ে কম রান।
প্রথম বলেই খলিল আহমেদ তুলে নেন এডেন মার্করাম। চলতি মরসুমে মার্করাম এবং মিচেল মার্শের জুটি বেশ কয়েক বার সফল হয়েছে। সেই কাঁটা শুরুতেই উপড়ে ফেলে চেন্নাই। খলিলের বল ফ্লিক করতে গিয়েছিলেন মার্করাম। ব্যাটের কানায় লেগে বল উঠে যায়। পিছন দিকে অনেকটা দৌড়ে ক্যাচ ধরেন রাহুল ত্রিপাঠী।
তবে চেন্নাইয়ের চমকের তখনও বাকি ছিল। প্রথম উইকেট পড়ার পর নামেন নিকোলাস পুরান। চলতি মরসুমে রান সংগ্রাহকদের তালিকায় যিনি সবার উপরে। তবে মন্থর উইকেটে খুব একটা সুবিধা করতে পারছিলেন না নেমেও। খলিল এবং অংশুল কম্বোজকে একটি করে চার মারেন। চতুর্থ ওভারে তিনিও সাজঘরে।
এ ক্ষেত্রে কম্বোজের প্রশংসা প্রাপ্য। তাঁর ধীরগতির বল পুরানের প্যাডে লাগলেও প্রথমে ধোনি ডিআরএস নিতে চাননি। তার পর হাসিমুখেই রাজি হন। দেখা যায়, কম্বোজের আন্দাজই সঠিক। তৃতীয় আম্পায়ার পুরানকে আউট দিতেই সতীর্থেরা ঘিরে ধরেন কম্বোজকে।
দলের দুই আগ্রাসী ব্যাটারকে হারিয়ে কিছুটা খোলসের মধ্যে ঢুকে যায় লখনউ। মার্শ তবে আগ্রাসনের রাস্তা থেকে সরে আসেননি। কিন্তু রান তোলার গতি খুবই কম ছিল। পাওয়ার প্লে-তে মাত্র ৪২ রান ওঠে।
আরও পড়ুন:
দশম ওভারে ফিরে যান মার্শ (৩০)। তখন লখনউয়ের রান রেট সাতের সামান্য বেশি। পাঁচে নামা আয়ুষ বাদোনি তাই শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। তবে হার মানেন ধোনির ক্ষিপ্রতার কাছে। জাডেজার বলে অনেকটা এগিয়ে খেলতে গিয়েছিলেন বাদোনি। ধোনি অনায়াসে স্টাম্প করে দেন।
দলের বিপদের সময় এগিয়ে আসেন পন্থ। দু’-একটি সাহসী শট নিলেও, মূলত ধীরে ধীরে ইনিংস গড়ার দিকেই নজর দেন তিনি। অকারণ ঝুঁকি নেননি। একই রাস্তায় হাঁটেন আব্দুল সামাদও। তবে শেষ ওভারে দু’জনেই ফেরেন সাজঘরে। প্রথম বলে ঝুঁকি নিতে রান নিতে গিয়ে ধোনির ছোড়া বলে রান আউট হন সামাদ। পরের বলেই পন্থের শট তালুবন্দি করেন ধোনি।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২১:৪২
আইপিএলের বেতন নিয়ে আবার বিদ্রোহী গাওস্কর, ইঙ্গিত কি ১৪ বছরের কোটিপতি বৈভবের দিকে? -
১৯:৫২
ধোনির পরামর্শ মেনে সফল রিঙ্কু, কেকেআর ৩০০ রান তুলবে, স্বপ্ন দেখছেন ১৩ কোটির ব্যাটার -
১৯:০২
থামল না বৃষ্টি, ইডেনে ভেস্তে গেল ম্যাচ, ১ পয়েন্ট করে পেল কেকেআর ও পঞ্জাব -
১৮:১৮
ধোনিদের ব্যর্থতার নাকি একটিই কারণ! কিসের কথা বললেন চেন্নাই কোচ ফ্লেমিং? -
১২:১৫
কলকাতার বিরুদ্ধে নামার আগেই পঞ্জাব দলে নতুন স্পিনার, ইডেনে শ্রেয়সদের শক্তি বাড়ল?