ঘরোয়া ক্রিকেটে কম বেতন পাওয়া নিয়ে অতীতে বার বার সরব হয়েছেন তিনি। আরও এক বার মুখ খুলতে দেখা গেল সুনীল গাওস্করকে। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে বেতনের যে অসাম্য রয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, অবিলম্বে বেতনে ভারসাম্য আনা দরকার।
আইপিএলের মহানিলামে বৈভব সূর্যবংশীর মতো ১৪ বছরের ক্রিকেটারও কোটিপতি হয়ে গিয়েছেন। অতীতে অনেক ক্রিকেটার প্রচুর দাম পেলেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। সেটাই পছন্দ নয় গাওস্করের। তাঁর মতে, ব্যাটারের প্রতিভা অনুযায়ী দাম দেওয়া উচিত।
গাওস্কর লিখেছেন, “একটা মরসুমে ভাল খেলেই পরের মরসুমে হারিয়ে যাচ্ছে, আইপিএলে এমন উদাহরণ বহু রয়েছে। কিন্তু রঞ্জি ট্রফিতে সারা জীবন খেলে যে টাকা পাওয়া যায়, তার থেকে অনেক বেশি পাওয়া যায় এক মরসুম আইপিএলে খেললে। দর্শকদের কাছে আইপিএলের গ্রহণযোগ্যতা এবং বিরাট মাপের সম্প্রচারস্বত্ব থাকায় এই অসাম্য থাকবেই। তবে আইপিএলের থেকে তিন গুণ ম্যাচ ঘরোয়া ক্রিকেটে যারা খেলে, তাদের জন্য এটা খুব খারাপ।”
আরও পড়ুন:
গাওস্করের সংযোজন, “কাটা ঘায়ে নুনের ছিটের মতো আরও একটা জিনিস উল্লেখ করতে চাই। গোটা মরসুমে রঞ্জি, বিজয় হজারে এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সব ম্যাচ খেললেও হয়তো আইপিএলের ন্যূনতম মূল্য ৩০ লাখ টাকাও উপার্জন করতে পারে না অনেকে। মুম্বইয়ের মতো রাজ্য সংস্থা যদি বোর্ডের মতো বেতন রঞ্জির ক্রিকেটারদের দিতে পারে, তা হলে এই অসাম্য একটু হলেও কমবে।”
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ